১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল Honor X9c 5G, রয়েছে ৬৬০০mAh ব্যাটারি

প্রত্যাশামতো আজ ভারতে লঞ্চ হল Honor X9c 5G। এটি Honor X9b এর উত্তরসূরি হিসেবে এসেছে, যার লঞ্চের সময় দাম ছিল ২৫,৯৯৯ টাকা। যদিও নয়া মডেলের দাম আরও কম রাখা হয়েছে। ফিচার হিসেবে Honor X9c 5G ডিভাইসে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ৬৬০০ এমএএইচ ব্যাটারি ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor X9c 5G এর ভারতে দাম ও অফার
অনার এক্স৯সি ৫জি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। তবে ১২ জুলাই থেকে শুরু হওয়া অ্যামাজন প্রাইম ডে সেলে এটি কেনা যাবে মাত্র ১৯,৯৯৯ টাকায়। এক্ষেত্রে ১,২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ৭৫০ টাকা ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত থাকবে। উপরন্তু, ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি (মূল্য ১,০৯৯ টাকা), ৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ৯ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অফারও পাওয়া যাবে।
Honor X9c 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে
অনার এক্স৯সি ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭০০ x ১২২৪ পিক্সেল, আর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই স্ক্রিনে ৩৮৪০ হার্টজ PWM ডিমিং থাকায় চোখের ওপর চাপও কম পড়বে।
প্রসেসর ও স্টোরেজ
পারফরম্যান্সের জন্য অনার এক্স৯সি ৫জি ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। এর সঙ্গে থাকছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৬৬০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Honor X9c 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (OIS সহ), ও ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এই ক্যামেরা ৪কে ভিডিও রেকর্ডিং, ১০x ডিজিটাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অন্যান্য ফিচার
ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, এনএফসি, ও ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি IP65 রেটিংপ্রাপ্ত, যা ধুলো ও জলের ছিটে থেকে নিরাপত্তা দেবে।