Honor X9d 5G শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর ও 8300mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

অনার আজ মালয়েশিয়ায় Honor X9d 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা থেকে। এই হ্যান্ডসেটের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর বিশাল ৮,৩০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া মিড-রেঞ্জ সেগমেন্টে এর বাকি হার্ডওয়্যারগুলিও বেশ আশাব্যঞ্জক। এতে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট, ৬০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সহ অ্যামোলেড ডিসপ্লে ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। আসুন Honor X9d 5G ফোনের সকল স্পেসিফিকেশন এবং দাম জেনে নেওয়া যাক।
Honor X9d এর স্পেসিফিকেশন ও ফিচার
Honor X9d এতে আছে ৬.৭৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ২,৬৪০ × ১,২০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। প্যানেলটি এইচডিআর ব্রাইটনেস সাপোর্ট করে এবং আই কমফোর্ট ও ডায়নামিক-ডিমিং প্রযুক্তির সাথে নির্দিষ্ট পরিস্থিতিতে ৬,০০০ নিট পর্যন্ত পৌঁছায়। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে অ্যালুমিনোসিলিকেট গ্লাসও ব্যবহার করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য Honor X9d 5G মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে যার সাথে এড্রেনো ৮১০ জিপিইউ যুক্ত আছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলে। ফোনটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Honor X9d 5G হ্যান্ডসেটের রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ৪কে ভিডিও রেকর্ডিং এবং ১০x ডিজিটাল জুম সহ ১০৮ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার সিস্টেম বর্তমান। আর এর সামনের দিকে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
Honor X9d এর সবচেয়ে বড় হাইলাইট হল এর ৮,৩০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। এটি ৬৬ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে এবং অন্যান্য ডিভাইস চার্জ করার জন্য রিভার্স ওয়্যার্ড চার্জিংও অফার করে।
এছাড়া Honor X9d 5G এর অন্যান্য ফিচারের মধ্যে আছে আইপি৬৬,আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে সার্টিফিকেশন, ড্রপ এবং ডাস্ট রেজিস্ট্যান্স, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি, স্টেরিও স্পিকার এবং ইউএসবি-সি পোর্ট। ডিভাইসটি রেডিশ ব্রাউন, ফরেস্ট গ্রিন, সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে এসেছে।
Honor X9d এর দাম এবং উপলব্ধতা
মালয়েশিয়ায় অনার এক্স৯ডি ৫জি ফোনের ২৫৬ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১,৪৯৯ রিঙ্গিত (প্রায় ৩১,৫০০ টাকা) এবং ৫১২ জিবি মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১,৬৯৯ রিঙ্গিত (প্রায় ৩৫,৭০৫ টাকা)। ডিভাইসটি ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনারের অফিসিয়াল সাইট এবং লাজাডা, শপি এবং হার্ভি নরম্যান এর মতো রিটেইল পার্টনারদের কাছে প্রি-অর্ডার করা যাবে।
Honor X9d 5G প্রি-অর্ডার করলে ক্রেতারা ১,১৪৬ রিঙ্গিত (প্রায় ২৪,১০০ টাকা) মূল্যের ফ্রি গিফ্টও পাবেন, যার মধ্যে একটি Honor Pad X7 এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে। Honor X9d 5G ভারতীয় বাজারে পা রাখবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।