15 হাজার টাকার কমে 6620mAh ব্যাটারি ও 8GB র‌্যাম সহ লঞ্চ হল Huawei Enjoy 80

হুয়াওয়ে একপ্রকার চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন Huawei Enjoy 80 লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে। এতে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬৬২০ এমএএইচ ব্যাটারি ও হাইপাসওএস ৪.০ অপারেটিং সিস্টেম। আসুন Huawei Enjoy 80 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Huawei Enjoy 80 এর দাম

হুয়াওয়ে এনজয় ৮০ ফোনটির দাম শুরু হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৪,০০০ টাকা) থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দায় ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৮০০ টাকা)। এটি অ্যাজুওর ব্লু, ফিল্ড গ্রীন, গোল্ড ব্ল্যাক এবং স্কাই হোয়াইট রঙে পাওয়া যায়। ডিভাইসটি চীনের বাইরে কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

Huawei Enjoy 80 Launched

Huawei Enjoy 80 এর স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে এনজয় ৮০ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস LCD স্ক্রিন, যার রেজোলিউশন ৭২০x১৬০৪ পিক্সেল। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Huawei Enjoy 80 হ্যান্ডসেটটি হারমনিওএস ৪.০ অপারেটিং সিস্টেমে চলে এবং এটি ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে। স্মার্টফোনটি IP64 রেটিং সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,৬২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪০ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।