মোবাইল

তিনবার ভাঁজ করা যাবে, Huawei Mate XT 2 ফোল্ডেবল ফোন পাওয়ারফুল Kirin প্রসেসর সহ আসছে

Published on:

Huawei Mate XT 2 tri fold Smartphone with Kirin 9020 processor and new camera sensor launch soon

গত বছরের সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোন হিসেবে Mate XT Ultimate Design লঞ্চ করে Huawei। এই ফোনের স্ক্রিন তিনবার ফোল্ড করা যায়। এখন এক টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে ব্র্যান্ডটি এর উত্তরসূরি নিয়ে কাজ করতে শুরু করেছে। আসন্ন এই ডিভাইসের নাম রাখা হতে পারে Huawei Mate XT 2। টিপস্টার পরবর্তী প্রজন্মের এই ট্রাই-ফোল্ড ফোনে ব্যবহৃত প্রসেসর সম্পর্কেও আভাস দিয়েছেন। উল্লেখ্য, হুয়াওয়ে মেট এক্সটি আল্টিমেট ডিজাইন, অক্টা-কোর কিরিন 9010 চিপসেটে এবং 5600mAh ব্যাটারি সহ এসেছিল।

Huawei Mate XT 2 ফোনে থাকতে পারে এই প্রসেসর

টিপস্টার ফিক্সেটেড ফোকাস ডিজিটাল চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে মেট এক্সটি আল্টিমেট ডিজাইনের উত্তরসূরি হুয়াওয়ে মেট এক্সটি 2 সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। টিপস্টারের মতে, পরবর্তী প্রজন্মের ত্রি-ফোল্ড স্মার্টফোনটি লেটেস্ট কিরিন 9020 প্রসেসরে চলবে। এতে নতুন ক্যামেরা সেন্সরও ব্যবহার করা হবে।

WhatsApp Community Join Now

মেট এক্সটি আল্টিমেট ডিজাইনে ব্যবহৃত চিপসেটের আপগ্রেড হবে হুয়াওয়ের কিরিন 9020 চিপসেট। নতুন চিপসেটটি কিরিন 9010 এর উত্তরসূরি হিসাবে এসেছে এবং বর্তমানে হুয়াওয়ে মেট 70 সিরিজে রয়েছে।

বর্তমান ট্রাই-ফোল্ড ফোনের দাম

হুয়াওয়ে গত বছরের সেপ্টেম্বরে মেট এক্সটি আল্টিমেট ডিজাইন লঞ্চ করেছিল, যার প্রারম্ভিক মূল্য ছিল 19,999 ইউয়ান (প্রায় 2,35,900 টাকা)। এই দাম 16 জিবি র‌্যাম ও 256 জিবি ইনবিল্ট স্টোরেজের। এটি এখনও চীনের বাইরে লঞ্চ হয়নি

Huawei Mate XT Ultimate Design এর স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে মেট এক্সটি আল্টিমেট ডিজাইন হারমোনিওএস 4.2 কাস্টম স্কিনে চলে এবং এতে রয়েছে 10.2 ইঞ্চি এলটিপিও ওএলইডি প্রাইমারি স্ক্রিন। একবার স্ক্রিন ফোল্ড করা হলে এটি 7.9 ইঞ্চি ডিসপ্লেতে পরিণত হয়, দ্বিতীয়বার ফোল্ড করা হলে এটি 6.4 ইঞ্চি স্ক্রিনে পরিণত হয়।

পারফরম্যান্সের জন্য এই ফোনে কিরিন 9010 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5.5 এক্স অপটিক্যাল জুম এবং ওআইএস সহ 12-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ডিসপ্লেতে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও। এতে 66W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 5600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন