Huawei Mate XTs ট্রাই ফোল্ড স্মার্টফোন লঞ্চ হল, দুর্দান্ত ক্যামেরা সহ রয়েছে ১৬ জিবি র্যাম

বৃহস্পতিবার চীনে লঞ্চ হল Huawei Mate XTs ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ২,২২০০০ টাকা থেকে। এই ফোনে আছে কিরিন ৯০২০ চিপসেট এবং ১৬ জিবি র্যাম। এটি হারমনিওএস ৫.১ অপারেটিং সিস্টেম ও ৫,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। নতুন এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আর Huawei Mate XTs মডেলে পাওয়া যাবে Tiangong ডুয়েল-হিঞ্জ ডিজাইন। তবে এতে কোনো ধুলো বা জল প্রতিরোধী রেটিং নেই।
Huawei Mate XTs এর দাম ও উপলব্ধতা
চীনে Huawei Mate XT এর ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ ইউয়ান (প্রায় ২,২২,৩০০ টাকা)। আবার ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ ইউয়ান (প্রায় ২,৪৭,১০০ টাকা) এবং ২১,৯৯৯ ইউয়ান (প্রায় ২,৭১,৯০০ টাকা)।
হুয়াওয়ে মেট এক্সটিএস ব্ল্যাক, পার্পেল, রেড এবং হোয়াইট কালার অপশনে কেনা যাবে। ৫ সেপ্টেম্বর থেকে হুয়াওয়ের অফিসিয়াল ই-স্টোরের মাধ্যমে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে।
Huawei Mate XTs এর ফিচার ও স্পেসিফিকেশন
হুয়াওয়ে মেট এক্সটি মডেলে আছে ২,২৩২×১,০০৮ পিক্সেল রেজোলিউশনের ৬.৪ ইঞ্চি সিঙ্গেল-মোড স্ক্রিন এবং ২,২৩২×২,০৪৮ পিক্সেল রেজোলিউশনের ৭.৯ ইঞ্চি ডুয়াল-মোড ডিসপ্লে। আবার এই ফোনে ১০.২ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে পাওয়া যাবে যার রেজোলিউশন ২,২৩২×৩,১৮৪ পিক্সেল। এতে অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ এলটিপিও ওএলইডি প্যানেল এবং ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট রয়েছে।
পারফরম্যান্সের জন্য Huawei Mate XT ডিভাইসে দেওয়া হয়েছে কিরিন ৯০২০ চিপসেট, ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ। এটি হারমনিওএস ৫.১ কাস্টম স্কিনে চলে। এটি M-Pen 3 স্টাইলাস সাপোর্ট সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্রাই-ফোল্ড স্মার্টফোনে ৫,৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Huawei Mate XT ফোনে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৪০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫.৪x অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপস্থিত। এই তিনটি ক্যামেরায় RYYB পিক্সেল লেআউট রয়েছে। এতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৬, এনএফসি, ব্লুটুথ ৫.২, আইআর ব্লাস্টার, স্যাটেলাইট কমিউনিকেশন এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।