মিড রেঞ্জে নতুন বাজি Huawei Nova 14 Vitality Edition, ডুয়েল ক্যামেরা সহ রয়েছে OLED ডিসপ্লে

হুয়াওয়ে আজ চীনে তাদের নতুন Huawei Nova 14 Vitality Edition লঞ্চ করেছে। কোম্পানির Nova 14 সিরিজের চতুর্থ মডেল হিসেবে এই নতুন হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করেছে। Huawei Nova 14 Vitality Edition তিনটি রঙে পাওয়া যাচ্ছে। এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৬.৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে অফার করে। আসুন Huawei Nova 14 Vitality Edition এর দাম ও স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।

Huawei Nova 14 Vitality Edition এর দাম

Huawei Nova 14 Vitality Edition এর ২৫৬ জিবি মডেলের দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৭,০০০ টাকা)। আর উচ্চতর ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ২,৪৯৯ ইউয়ান (প্রায় ৩০,০০০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। এটি ফেদার স্যান্ড ব্ল্যাক, ফ্রস্ট হোয়াইট এবং আইস ব্লু কালারে উপলব্ধ। চীনে আগামী ২৪ অক্টোবর থেকে কোম্পানির ভিমল (Vmall) স্টোরে এটির বিক্রি শুরু হবে।

Huawei Nova 14 Vitality Edition এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের Huawei Nova 14 Vitality Edition মডেলে সর্বোচ্চ ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮৪×২,৪১২ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে আছে, যা ৩৯৫ পিপিআই পিক্সেল ডেনসিটি, ২১৬০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিসপ্লেটি ১,১০০ নিট ব্রাইটনেস অফার করবে বলে দাবি করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Huawei Nova 14 Vitality Edition হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল RYYB সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স আছে। আর ফোনের সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি হারমনিওএস ৫.১ কাস্টম স্কিনে চলে।

Huawei Nova 14 Vitality Edition-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে মিলবে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, গ্যালিলিও, জিপিএস, এজিপিএস, কিউজেডএসএস, গ্লোনাস, নিয়ার ফিল্ড কমিউনিকেশন এবং চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট। সিকিউরিটির জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

Huawei Nova 14 Vitality Edition ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৫ রেটিং সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।