Huawei Nova Flip S: সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ করে চমকে দিল হুয়াওয়ে, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

হুয়াওয়ে আজ আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করেছে নতুন Huawei Nova Flip S হ্যান্ডসেটটি। এই ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনটি গত বছর আগস্টে লঞ্চ হওয়া Nova Flip মডেলের উত্তরসূরি। তবে নতুন মডেলটি আগের চেয়েও সস্তা। এতে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি, ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং হারমনিওএস ৫.১ অপারেটিং সিস্টেম সহ এসেছে। আসুন Huawei Nova Flip S ফোনের সকল স্পেসিফিকেশন এবং দাম সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
Huawei Nova Flip S ফোনের দাম
Huawei Nova Flip S এর প্রারম্ভিক মূল্য মাত্র ৩,৪৮৮ ইউয়ান (প্রায় ৪৩,১৫০ টাকা) রাখা হয়েছে, যা এটিকে চীনে হুয়াওয়ের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোল্ডেবল করে তুলেছে। এর আগে Nova Flip ৫,২৮৮ ইউয়ান (প্রায় ৬৫,১৫০ টাকা) মূল্যে বাজারে এসেছিল।
এছাড়া, Huawei Nova Flip S আরও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর মধ্যে ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩,৪৮৮ ইউয়ান (প্রায় ৪৩,১০০ টাকা) এবং ৫১২ জিবি ভার্সনের মূল্য ৩,৭৮৮ ইউয়ান (প্রায় ৪৬,৮০০ টাকা)। হুয়াওয়ে আগের মডেলের মতো এটিকে নিউ গ্রিন, জিরো হোয়াইট, সাকুরা পিঙ্ক এবং স্টার ব্ল্যাক ফিনিশের পাশাপাশি দুটি নতুন কালার অপশন – স্কাই ব্লু এবং ফেদার স্যান্ড ব্ল্যাক অপশনে বাজারে নিয়ে এসেছে।
Huawei Nova Flip S এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিজাইনের দিক থেকে, Huawei Nova Flip S এর আগের মডেলকে অনুসরণ করেছে। ভিতরের দিকে ৬.৯ ইঞ্চির প্রাইমারি স্ক্রিন আছে, যা ১১৩৬×২৬৯৮ পিক্সেল রেজোলিউশন এবং ১ – ১২০ হার্টজ এলটিপিও অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করে। ফোল্ডেবল ডিভাইসটিতে একদম ন্যূনতম ক্রিজ দৃশ্যমানতার জন্য ওয়াটার ড্রপ হিঞ্জ সিস্টেম উপস্থিত এবং এটি সুইস এসইএস দ্বারা ১.২ মিলিয়ন ফোল্ডের জন্য সার্টিফায়েড। Huawei Nova Flip S হ্যান্ডসেটের বাইরের দিকে ২.১৪ ইঞ্চির বর্গাকার স্ক্রিন রয়েছে, যার রেজোলিউশন ৪৮০×৪৮০ পিক্সেল। এই ডিসপ্লেতে আকর্ষনীয় পেট, ডিআইওয়াই ওয়ালপেপার এবং ইন্টারেক্টিভ কল ডিসপ্লের মতো মজাদার থিমগুলি সাপোর্ট করে।
ইউজাররা দ্রুত অ্যাক্সেসের জন্য বাইরের স্ক্রিনে ওয়েদার রিপোর্ট, শিডিউল দেখা বা কিউআর কোড পেমেন্টের মতো সর্বাধিক ব্যবহৃত অ্যাপগুলিকে পিন করতে পারেন। লাইভ উইন্ডো ফিচারটি ফ্লাইট বা খাবার সরবরাহের মতো রিয়েল-টাইম আপডেটগুলি দেখাতে পারে।
ফটোগ্রাফির জন্য, Huawei Nova Flip S ফোল্ডেবল স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৯) এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড (এফ/২.২) লেন্স রয়েছে। আর ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে। উভয় ক্যামেরায় এআইএস (AIS) স্ট্যাবিলাইজেশন সহ ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Huawei Nova Flip S হ্যান্ডসেটটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং জল প্রতিরোধী লাইফ ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন রয়েছে। ডিভাইসটি হারমনিওএস ৫.১ (HarmonyOS 5.1) কাস্টম স্কিনে চলে, তবে হুয়াওয়ে এর চিপসেট সম্পর্কে কিছু বলেনি।