১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Infinix GT 30 Pro, গেমারদের মন জয় করবে

টেক ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে আসছে নতুন গেমিং স্মার্টফোন Infinix GT 30 Pro। আগামী ৩ জুন ২০২৫-এ লঞ্চ হবে ডিভাইসটি। এটি Infinix GT 20 Pro-এর উত্তরসূরি হবে।ফোনটির ডিজাইনে রয়েছে সাইবার মেচা ২.০ কনসেপ্ট। এটি ডার্ক ফ্ল্যার এবং ব্লেড হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। এরমধ্যে ডার্ক ফ্ল্যার ভ্যারিয়েন্টে রয়েছে ১০টি আলাদা RGB LED লাইটিং মোড, যা গেমিংয়ের সময় দুর্দান্ত অভিজ্ঞতা দেয়।
ইনফিনিক্স দাবি করেছে, Infinix GT 30 Pro হবে ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন যেখানে ১২০ এফপিএসে BGMI গেম চলবে। এটি সেগমেন্টের প্রথম ফোন হবে যেখানে ৫২০ হার্টজ গেমিং শোল্ডার ট্রিগার থাকবে, যা ইন-গেম কন্ট্রোল, ক্যামেরা ফাংশন এবং মিডিয়া প্লেব্যাককে আরও সুবিধাজনক করে তুলবে।
আরও পড়ুন: সস্তায় 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A5x 5G, রয়েছে 6000mAh শক্তিশালী ব্যাটারি
হার্ডওয়্যারের দিক থেকে, ইনফিনিক্স জিটি ৩০ প্রো -তে রয়েছে ৬.৭৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১৬০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট ৫জি চিপসেট। ফোনটি ৮ জিবি র্যাম/ ১২ জিবি LPDDR5X র্যাম, এবং ২৫৬ জিবিশ/ ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। ক্যামেরার কথা বললে, এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ফোনটি IP64 রেটিং-সহ আসায় ধুলো ও জল প্রতিরোধে সক্ষম।
ব্যাটারির কথা বললে, Infinix GT 30 Pro ডিভাইসে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে আরও থাকবে XBoost গেমিং ইঞ্জিন, AI-চালিত 3D ভেপার কুলিং সিস্টেম, এবং বাইপাস চার্জিং ২.০, যা ডিভাইসকে দীর্ঘ সময় ঠান্ডা ও কার্যকর রাখবে।
ভারতে ফোনটির সম্ভাব্য মূল্য হবে ২৬,৯৯০ টাকা হতে পারে, এবং এটি Flipkart-এর মাধ্যমে পাওয়া যাবে।
আরও পড়ুন:
- Vi আনল Nonstop Hero রিচার্জ প্ল্যান, ৩৯৮ টাকা থেকে আনলিমিটেড ইন্টারনেট ও কলিংয়ের সুবিধা
- 8 হাজার টাকার কমে 8 জিবি র্যামের 5G ফোন, সাড়া ফেলে লঞ্চ হল Lava Shark 5G
- বিনামূল্যে ফোনের ব্যাটারি বদলে দেবে Google