বাজারে সাড়া ফেলতে আসছে Infinix Hot 60 5G+, থাকবে AI বাটন, ফাঁস হল ছবি

Infinix Hot 60 সিরিজ খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে। এই সিরিজের অধীনে দুইটি মডেল আসতে পারে- Hot 60 5G+ এবং Hot 60 Pro+। এরমধ্যে কয়েকদিন আগেই Hot 60 Pro+ এর একটি হ্যান্ডস-অন ভিডিও ফাঁস হয়েছে। আর আজ সিরিজের বেস মডেল অর্থাৎ Infinix Hot 60 5G+ এর ছবি সামনে এসেছে। এই ছবি শেয়ার করেছে টিপস্টার যোগেশ ব্রার। স্বাভাবিকভাবেই ডিভাইসটির ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

Infinix Hot 60 5G+ এর ডিজাইন

ছবিতে দেখা গেছে, ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোনের ক্যামেরা সেটআপের ডিজাইন আগের মডেলগুলির মতোই, অর্থাৎ ভার্টিক্যালভাবে তিনটি সেন্সর সাজানো। এর আগের মডেল ইনফিনিক্স হট ৫০ ৫জি-তেও এমন ক্যামেরা ডিজাইন ছিল। এদিকে আসন্ন মডেলটির সামগ্রীক ডিজাইন বেশ স্লিম ও স্মার্ট, সাথে থাকবে গাঢ় লাল বর্ডার, যা ক্যামেরা ও সাইড বাটনের চারপাশে দেখা গেছে।

আবার ইনফিনিক্স হট ৬০ ৫জি প্লাস ফোনে AI বাটন দেওয়া হবে, যা অনেকটা ওয়ানপ্লাস ১৩এস-এর AI Plus Key-এর মতো। যদিও এখনও এই বাটনের কার্যকারিতা জানা যায়নি, তবে আশা করা যায়, এর মাধ্যমে বিভিন্ন ফিচার কাস্টোমাইজ করা যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, DND মোড চালু করা, টর্চ জ্বালানো, স্ক্রিনশট নেওয়া ইত্যাদি।

আর আমাদের ধারণ AI বাটন হতে পারে Infinix Hot 60 5G+ এর মূল আকর্ষণ। এর পাশাপাশি এতে ৫০০০-৬০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, বড় ডিসপ্লে, মিড রেঞ্জ প্রসেসর থাকতে পারে।

যদিও এই মডেলটি ভারতে ঠিক কবে লঞ্চ হবে, সেটা এখনও জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী তাড়াতাড়ি ফোনটি বাজারে আসবে। লঞ্চের পর এই সিরিজ ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। আর দাম থাকবে ২৫,০০০ টাকার মধ্যে।