বাজেট স্মার্টফোন খুঁজছেন এমন মানুষদের জন্য সুখবর। অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল Infinix Note 50 সিরিজ। এই লাইনআপে তিনটি মডেল এসেছে – বেস, প্রো, ও প্রো+। ফোনগুলিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫,২০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি, ৯০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং, এবং FHD+ রেজোলিউশনের AMOLED ডিসপ্লে রয়েছে। বেস ও প্রো মডেল দুটি MediaTek Helio G100 Ultimate প্রসেসর দ্বারা চালিত, যেখানে Pro+ ভেরিয়েন্টে MediaTek Helio G100 চিপসেট আছে।
ইনফিনিক্স নোট ৫০ সিরিজের ফোনগুলি ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ (১০৫০x২৩৪০ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন সহযোগে এসেছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত, সর্বোচ্চ ব্রাইটনেস ১,৩০০ নিট, ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট ২,১৬০ হার্টজ এবং অলওয়েজ অন ডিসপ্লে বৈশিষ্ট্য রয়েছে। ইনফিনিক্স নোট ৫০ প্রো+ মডেলটিতে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা ও টিউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
ইনফিনিক্স নোট ৫০ এবং ইনফিনিক্স নোট ৫০ প্রো ফোন দুটিতে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস২.২ স্টোরেজ রয়েছে। এগুলি অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলে। টপ প্রো+ ভেরিয়েন্টে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর বর্তমান। এটি এক্সওএস ১৪.৫ কাস্টম স্কিন সহ অ্যান্ড্রয়েড ১৪ অফার করে।
বেস ও প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা রয়েছে যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থন করে। বেস ভেরিয়েন্টে একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর উপস্থিত, যেখানে প্রো মডেলে একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। অন্যদিকে, প্রো+ মডেলে একটি ৫০ মেগাপিক্সেল ১/২.৮ ইঞ্চি প্রাইমারি সেন্সর পাওয়া যাবে।
Infinix Note 50 এবং Note 50 Pro উভয় ফোনেই ৫,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এগুলি যথাক্রমে ৪৫ ওয়াট এবং ৯০ ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। Pro+ ভার্সনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ সেল উপলব্ধ। প্রতিটি ফোন ১০ ওয়াট রিভার্স চার্জিং সমর্থন করে। সুরক্ষার জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনগুলিতে। বেস এবং প্রো মডেলে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটেড বিল্ড আছে, যেখানে Pro+ মডেলটিতে IP54 রেটিং বর্তমান।
ইনফিনিক্স নোট ৫০ সিরিজ বর্তমানে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। বেস মডেলটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৪০০ টাকা। আর প্রো ভার্সনটির মূল্য এখানকার টাকায় ১৭,০০০। প্রো+ মডেলের দাম এখনও প্রকাশ হয়নি। ফোনগুলি ভারত বা গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে তা এখনও ঘোষণা করেনি ইনফিনিক্স।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.