Infinix Note 50s 5G ফোনের Mystic Plum কালার অপশন ভারতে লঞ্চ হল, রয়েছে ৬৪ মেগাপিক্সেল Sony ক্যামেরা

ইনফিনিক্স ভারতে তাদের নোট সিরিজের জনপ্রিয় ফোন Infinix Note 50s এর একটি নতুন কালার অপশন লঞ্চ করেছে। এই কালার অপশনের নাম Mystic Plum। নতুন ভ্যারিয়েন্টটি দুটি কনফিগারেশনে পাওয়া যাবে। আর আজ থেকেই Flipkart এর মাধ্যমে এর বিক্রি শুরু হয়েছে। যদিও এই নতুন কালার অপশনের ফিচার মূল মডেলের মতোই রাখা হয়েছে। আসুন Infinix Note 50s এর নতুন মডেলের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Note 50s 5G Mystic Plum এর ভারতে দাম

Infinix Note 50s 5G Mystic Plum কালার ভ্যারিয়েন্টের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৫,৯৯৯ টাকা।

ইনফিনিক্স নোট ৫০এস ৫জি মিস্টিক পাম ভ্যারিয়েন্টি আগের ব্লু কালার অপশনের মতো প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ সহ এসেছে। এটি টাইটানিয়াম গ্রে, মেরিন ড্রিফ্ট (নীল) এবং বারগান্ডি রেড শেডেও বাজারে উপলব্ধ।

Infinix Note 50s এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স নোট ৫০এস ৫জি মডেলের সামনে আছে ৬.৭৮ ইঞ্চি কার্ভড-এজ অ্যামোলেড স্ক্রিন, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এটি দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে।

পারফরম্যান্সের জন্য Infinix Note 50s 5G মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপ। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

আবার ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া পিছনে আছে ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ। এতে অ্যাক্টিভ হ্যালো লাইটিং LED উপস্থিত।