মোবাইল

১ পার্সেন্ট চার্জে চলবে ২ ঘন্টা, দুর্দান্ত ক্যামেরা সহ এত সস্তায় আসছে Infinix Note 50x স্মার্টফোন

সুমন পাত্র, কলকাতা: ২৭ মার্চ ইনফিনিক্স ভারতে লঞ্চ করতে চলেছে Infinix Note 50x। এটি একটি গেমিং ফোন হবে, যেখানে শক্তিশালী ... Read more

Published on:

Infinix note 50x price in india under 12000 confirmed ahead of launch specifications

সুমন পাত্র, কলকাতা: ২৭ মার্চ ইনফিনিক্স ভারতে লঞ্চ করতে চলেছে Infinix Note 50x। এটি একটি গেমিং ফোন হবে, যেখানে শক্তিশালী প্রসেসর এবং অত্যাধুনিক ডিসপ্লে থাকবে। এর পাশাপাশি ডিভাইসটি চমৎকার ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ আসবে। এছাড়াও অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে লঞ্চের আগে এখন Infinix Note 50x ফোনের দাম প্রকাশ্যে এসেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

ভারতে Infinix Note 50x এর সম্ভাব্য দাম

GSMArena এর রিপোর্ট থেকে জানা গেছে যে ইনফিনিক্স নোট ৫০এক্স-এর মূল্য ভারতের বাজারে ১২,০০০ টাকার কম রাখা হবে। এটিকে ‘সেগমেন্টের সেরা গেমিং অভিজ্ঞতা’ দেওয়া ফোন হিসেবে লঞ্চ হবে। এদিকে ইনফিনিক্সের তরফেও একটি X পোস্টে বলা হয়েছে যে, নোট ৫০এক্স-এর মূল্য ১২,০০০ টাকার কম থাকবে।

Infinix Note 50x এর ফিচার

ইনফিনিক্স নোট ৫০এক্স তিনটি রঙে পাওয়া যাবে, যার মধ্যে সবুজ রঙের ভ্যারিয়েন্টে আরও প্রিমিয়াম ফিলের জন্য ভিগান লেদার ব্যাক দেওয়া হবে। এতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, তবে অন্যান্য লেন্সের বিষয়ে কিছু জানা যায়নি।

ইনফিনিক্স নোট ৫০এক্স ডিভাইসে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হবে এবং এতে 90FPS গেমিং সাপোর্ট করবে। ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ আসতে চলেছে। ফলে এটি শক, ভাইব্রেশন, চাপ, ধুলো, উচ্চ তাপমাত্রা, কম তাপমাত্রা, পড়ে যাওয়া ইত্যাদি পরিস্থিতিতেও নষ্ট হবে না।

Infinix Note 50x স্মার্টফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ১% রিজার্ভ চার্জ ফিচারও থাকবে যা ব্যাটারি প্রায় খালি হলে ২.২ ঘণ্টা কল করার অনুমতি দেবে।