Infinix Note 60 লঞ্চের আগে উপস্থিত Google Play Console-এ, কি ফিচার থাকবে

Infinix সম্প্রতি অনুষ্ঠিত CES 2026 ইভেন্টে জানিয়েছিল, তাদের নতুন Note 60 সিরিজে এমন কিছু প্রযুক্তি থাকবে যা এই সেগমেন্টে খুব একটা দেখা যায় না। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল স্যাটেলাইট কলিং ও মেসেজিং ফিচারের ঘোষণা। তখনই বোঝা গিয়েছিল, Infinix এবার বড় কিছু ভাবছে। আর এখন সেই ইঙ্গিত আরও পরিষ্কার। কারণ এখন Infinix Note 60 স্মার্টফোনটিকে Google Play Console সাইটে দেখা গেছে। আসুন এখান থেকে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।
Infinix Note 60 উপস্থিত হল Google Play Console সাইটে
টেক আউটলুক এর রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসটির মডেল নম্বর X6879। সাধারণত গুগল প্লে কনসোলে কোনও ফোন তালিকাভুক্ত হওয়ার অর্থ মডেলটির লঞ্চ খুব বেশি দূরে নয়। তাই জল্পনা শুরু হয়ে গেছে, Note 60 সিরিজ খুব শীঘ্রই বাজারে আসতে পারে।
লিস্টিং অনুযায়ী, Infinix Note 60 চলবে একেবারে নতুন অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে। এটা চমক দেওয়ার মতোই। কারণ অনেক ব্র্যান্ড এখনও অ্যান্ড্রয়েড ১৫ পুরোপুরি রোলআউট করতে ব্যস্ত। প্রসেসরের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি চিপসেট, যার কোডনেম MT6878। এই চিপে থাকবে চারটি কর্টেক্স-এ৭৮ কোর, যেগুলোর ক্লক স্পিড ২.৫ গিগাহার্টজ, সঙ্গে চারটি কর্টেক্স-এ৫৫ কোর। রিপোর্ট বলছে, এটি আসলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর হতে পারে।
আবার এতে ৮ জিবি র্যাম থাকবে বলে জানা গেছে। আর ডিসপ্লের রেজোলিউশন ১২০৮ x ২৬৪৪ পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি ৫২০ পিপিআই। সংখ্যাগুলি দেখেই বোঝা যায়, স্ক্রিন কোয়ালিটির দিকে Infinix আলাদা করে জোর দিচ্ছে। সামনে থাকবে পাঞ্চ-হোল ক্যামেরা। ডান দিকে ভলিউম ও পাওয়ার বাটন, আর বাম দিকে আলাদা বাটন দেখা যাবে, যা সম্ভবত একটি অ্যাকশন বাটন হিসেবে কাজ করবে।
এর আগেও Note 60 সিরিজ ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছিল। সেখান থেকে Note 60, Note 60 Edge এবং Note 60 Pro, এই তিনটি মডেলের নাম সামনে আসে। এক্ষেত্রে Note 60 এর মডেল নম্বর হল X6879, Edge এর মডেল নম্বর হল X6887 এবং Pro এর মডেল নম্বর X6878। এর পাশাপাশি Infinix আগেই নিশ্চিত করেছে, তারা Note 60 Ultra লঞ্চ করবে, যা ডিজাইন করা হয়েছে বিখ্যাত ইতালিয়ান ডিজাইন হাউস Pininfarina-এর সঙ্গে যৌথভাবে।

