আপনি যদি দুর্দান্ত ক্যামেরা এবং পারফরম্যান্সের নতুন ফোন খুঁজে থাকেন, তাহলে Infinix GT 20 Pro আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ডাইমেনসিটি 8200 আলটিমেট প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি এখন ফ্লিপকার্টে লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে। এর 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে বাম্পার ডিসকাউন্ট সহ 24,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক অফারে আরও 2 হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক মিলবে। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করে আপনি 23,200 টাকা ছাড় পেতে পারেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Infinix GT 20 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
ইনফিনিক্স জিটি 20 প্রো ফোনে 1080×2436 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে আছে। এই এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল 1300 নিটস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 2 মেগাপিক্সেল দুটি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সাউন্ডের জন্য এই ডিভাইসে পাওয়ার্ড বাই জেবিএল ডুয়াল স্পিকার উপস্থিত। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে এনএফসি, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ এবং ওয়াই-ফাই।