এক নতুন ধরনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স। এদিন, জিরো সিরিজ মিনি ট্রাই-ফোল্ড স্মার্টফোনের রূপরেখা প্রকাশ করেছে কোম্পানি। দাবি করা হচ্ছে, জিরো সিরিজ মিনি ট্রাই-ফোল্ড স্মার্টফোন থেকে হ্যান্ডস-ফ্রি ডিসপ্লে এবং একটি কমপ্যাক্ট ক্যামেরায় রূপান্তরিত করা যাবে। আধুনিক জীবনযাত্রার সঙ্গে পাল্লা দিতে এই স্মার্ট ডিভাইস এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে।
বর্তমান এটি গতিশীলতা, সৃজনশীলতা এবং কার্যকারিতার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এই স্মার্টফোন। প্রসঙ্গত, চিনের Huawei Mate XT ছিল বিশ্বের লঞ্চ হওয়া প্রথম ট্রাই-ফোল্ড ডিভাইস। এক ধাপ এগিয়ে এক নতুন ডিজাইনের ও প্রযুক্তির স্মার্টফোন আনছে ইনফিনিক্স।
Infinix Zero Series Mini Tri-Fold : স্মার্টফোনের বৈশিষ্ট্য
এই জিরো সিরিজ মিনি ট্রাই-ফোল্ডে ডুয়েল হিঞ্জ এবং ট্রিপল-ফোল্ডিং মেকানিজম রয়েছে, অর্থাৎ এটি উল্লম্বভাবে ভাঁজ করা যাবে এবং খুলতে পারবেন। এর বহুমুখী নকশা বিভিন্ন পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে, যা ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও উন্নত করবে বলে দাবি কোম্পানির। ইনফিনিক্স তাদের উদ্ভাবনী স্ট্র্যাপ অ্যাকসেসরিজ ব্যবহার করে জিম সরঞ্জামের উপর আটকে স্মার্টফোনটি প্রদর্শন করেছে।
ওয়ার্কআউট বা শরীরচর্চা ট্র্যাক করতে, নির্দেশিত ব্যায়ামের রুটিন অনুসরণ করতে সাহায্য করবে ব্যবহারকারীদের। হ্যান্ডস-ফ্রি নেভিগেশনের জন্য ট্রাই-ফোল্ড ডিজাইনটি সাইকেলের হ্যান্ডেলবার এবং গাড়ির ড্যাশবোর্ডের সাথে সংযুক্ত করা যাবে। পাশাপাশি অ্যাকশন শটের জন্য একটি ব্যাকপ্যাকে ক্লিপ করে নিতে পারবেন। এছাড়া পকেট-বান্ধব স্মার্টফোনে পরিণত করা যাবে। ব্যাগের স্ট্র্যাপে মাউন্ট করে এটি কম্প্যাক্ট ক্যামেরায় পরিণত করা যাবে।
এতে ডুয়াল-স্ক্রিন অভিজ্ঞতা পাওয়া যাবে, যার মাধ্যমে রিয়েল-টাইম একাধিক ভাষায় চ্যাট করতে পারবেন। ব্যবহারকারীরা এই স্মার্টফোনকে ভিডিয়ো শুটিং বা ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কোম্পানির দাবি, এই ফোনের ওজন হবে হালকা এবং ভালো গ্রিপ পাওয়া যাবে। যদিও স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি ইনফিনিক্স।
আশা করা হচ্ছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫ অনুষ্ঠানে এই স্মার্টফোন সম্পর্কে আরও বেশি তথ্য জানা যাবে।