মোবাইল

অ্যান্ড্রয়েডের দামে আইফোন, ১৯ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 13, ধামাকা অফার

Published on:

Iphone 13 under rs 20000 in Amazon with discount bank exchange offer

আপনি যদি ডিসকাউন্ট অফার সহ কম দামে কয়েক বছরের পুরানো iPhone কিনতে চান তাহলে এই খবর আপনার জন্য। আসলে অ্যাপলের স্মার্টফোনের দাম সবসময় বেশি থাকে, তবে কখনো কখনো অফারে বা পুরানো মডেলের দাম কমানোর করণে সাশ্রয়ী মূল্যে আইফোন কেনা যায়। এই মুহূর্তে যেমন iPhone 13 মডেলটি অ্যামাজনে লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে iPhone 13 লঞ্চ হয়েছিল। অর্থাৎ এটি কয়েক বছরের পুরানো ফোন, তবে এর ফিচার এখনও লেটেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে টেক্কা দিতে পারে। এতে সলিড বিল্ড কোয়ালিটি ও ফ্ল্যাগশিপ ফিচার উপস্থিত। আসুন এই আইফোন মডেলের সাথে কি অফার রয়েছে দেখে নেওয়া যাক।

iPhone 13 অনেক কম দামে কেনার সুযোগ

আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে ৭৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে নতুন মডেল আসার পর এর দাম কমানো হয়। এখন এর আসল মূল্য ৫৯,৯০০ টাকা।তবে অ্যামাজন এখন ডিভাইসটি অ্যান্ড্রয়েড ফোনের দামে কেনার সুযোগ দিচ্ছে। আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২৭ শতাংশ ছাড়ে মাত্র ৪৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত।

এছাড়া আপনি যদি অন্যান্য অফারের সুবিধা নিতে পারেন তাহলে আরও কমে ডিভাইসটি আপনার হবে। যেমন ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে দেওয়া হচ্ছে ১,০০০ টাকার বেশি ক্যাশব্যাক।

এদিকে আইফোন ১৩ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ন্যূনতম ১,৩১৯ টাকা ইএমআই দিয়েও কেনা যাবে। শুধু তাই নয়, আপনি ১৬ হাজার টাকায় ফোনটি বাড়ি নিয়ে যেতে পারেন। কারণ অ্যামাজন এই প্রিমিয়াম স্মার্টফোনের উপর ২৭,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।