আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ছেড়ে আইফোনে ব্যবহার করতে চান তাহলে সুখবর। আসলে অনেকেই আইফোন কিনতে চান, কিন্তু বেশি দামের কারণে তা পারেন না। আপনি যদিও যদি সেই দলে থাকেন তাহলে আপনার সামনে এবার দুর্দান্ত সুযোগ এসেছে। বর্তমানে iPhone 14 সিরিজের একটি ফোন কম দামে পাওয়া যাচ্ছে।
এই স্মার্টফোনের নাম iPhone 14 Plus। এর সাথে লোভনীয় ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। আর এই অফার রয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে। ফোনটির ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট অনেক কম দামে বিক্রি করছে সাইটটি।
অ্যান্ড্রয়েড ফোনকে টেক্কা দেবে iPhone 14 Plus
আইফোন ১৪ সিরিজ ২০২২ সালে লঞ্চ হয়েছিল। তবে প্রায় ৩ বছরের পুরোনো হওয়া সত্ত্বেও, এটি এখনও ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিকে পিছনে ফেলার ক্ষমতা রাখে। আপনি যদি এমন কোনো স্মার্টফোন খুঁজে থাকেন যা ৪-৫ বছর ধরে ভালোভাবে ব্যবহার করা যাবে, তাহলে আপনি আইফোন ১৪ প্লাস নিতে পারেন।
iPhone 14 Plus এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাম্পার ছাড়
আইফোন ১৪ প্লাস এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের আসল দাম ৮০,৯০০ টাকা। তবে বর্তমানে এর দাম ১৭ শতাংশ কমিয়ে বিক্রি করছে অ্যামাজন। ফলে ফোনটি এখন ৭৪,৯০০ টাকায় কেনা যাবে। অ্যামাজন ক্রেতাদের অতিরিক্ত ২,২৪৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারও দিচ্ছে। এছাড়া ডিভাইসটি ইএমআই অপশনেও কেনা যাবে। প্রতি মাসে ইএমআই শুরু হবে ৩,৩৭২ টাকা থেকে।
তবে আপনি আইফোন ১৪ প্লাস এর ২৫৬ জিবি স্টোরেজ মডেল মাত্র ১৭,০০০ টাকায় কেনার সুযোগ পেতে পারেন। এরজন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। আসলে এই দামে ফোনটি কিনতে অ্যামাজনের এক্সচেঞ্জ অফারের ফায়দা ওঠাতে পারেন। পুরনো স্মার্টফোন বদলে ক্রেতাদের ৫৮,২০০ টাকা পর্যন্ত বাঁচানোর সুযোগ দিচ্ছে অ্যামাজন। আপনি যদি পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান তাহলে আপনি এই ফোনটি মাত্র ১৬,৭০০ টাকায় কিনতে পারবেন।
আইফোন ১৪ প্লাস এর ফিচার
আইফোন ১৪ প্লাস মডেলে গ্লাস ব্যাক প্যানেল এবং অ্যালুমিনিয়াম ফ্রেম উপস্থিত। জল এবং ধুলাবালি থেকে রক্ষা করার জন্য এতে আইপি৬৮ রেটিং আছে। এর সামনে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি প্যানেল আছে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস। ফোনটি অ্যাপল আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।
আরও পড়ুনঃ দমদার পারফরম্যান্সের সাথে আসছে Realme GT 7 Pro এর রেসিং এডিশন, বড় ব্যাটারি সহ থাকবে ট্রিপল ক্যামেরা
পারফরম্যান্সের জন্য এতে অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ১২+১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৫ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.