স্মার্টফোনের দুনিয়ায় অজস্র ব্র্যান্ড, প্রতি মাসে কিছু না কিছু নতুন চমক নিয়ে বাজারে হাজির হচ্ছে। বর্তমানে, অ্যান্ড্রয়েড থেকে iOS রেঞ্জে একাধিক স্মার্টফোন দুর্দান্ত AI ফিচার নিয়ে এসেছে, যা মুগ্ধ করেছে ব্যবহারকারীদের। তবে বিক্রির নিরিখে শেষ হাসি হাঁসল কোন স্মার্টফোন জানেন? ২০২৪ সালে সেরা ফোনের তালিকা প্রকাশিত হয়েছে। গত বছরে সবথেকে বেশি যে ফোনটি কিনেছেন ক্রেতারা তা হল iPhone 15। অর্থাৎ আবারও বাজিমাত করেছে অ্যাপল।
২০২৪ সালে iPhone 16 সিরিজ লঞ্চ হলেও, গোটা বছরে বাজার কাঁপিয়েছে iPhone 15। এই ফোন ২০২৩ সালে অফিশিয়ালি লঞ্চ হয়। এটির কেনার জন্য কার্যত জনসমুদ্র নেমেছিল দিল্লি ও মুম্বইয়ের অ্যাপল স্টোরের বাইরে। অনলাইন ও অফলাইনে সবথেকে বেশি বিক্রি হয়েছে এই মডেল, যার দরুন ২০২৪ সালের সেরা স্মার্টফোনের তকমা জিতে নিয়েছে iPhone 15।
ক্যানালিসের রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে অ্যাপল আইফোনের বার্ষিক বিক্রির ৩% হল আইফোন ১৫ সিরিজ। শুধু প্রথম স্থান নয়, দ্বিতীয় স্থানেও জায়গা করে নিয়েছে অ্যাপলের আরও এক ডিভাইস iPhone 16 Pro Max। এটি ২০২৪ সালে দ্বিতীয় সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন। প্রথমে দশে রয়েছে আরও দুটি মডেল – iPhone 16 Pro এবং iPhone 16।
আরও পড়ুনঃ দাম কমলো iPhone 16 Pro এর ২৫৬ জিবি মডেল, অ্যামাজন নাকি ফ্লিপকার্টে সবচেয়ে সস্তা
বিক্রির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে iPhone 15 Pro Max। আইফোন ছাড়াও প্রথমে দশে জায়গা করে নিয়েছে Samsung A সিরিজের স্মার্টফোন। নবম স্থানে রয়েছে ফ্ল্যাগশিপ মডেল Samsung Galaxy S24 Ultra। গত বছরে, মোট ২২৫.৯ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। কোম্পানির মার্কেট শেয়ার ১৮%। তারপর রয়েছে Samsung এবং Xiaomi। দুই কোম্পানির মার্কেট শেয়ার যথাক্রমে : ১৮% ও ১৪%।
২০২৪ সালে শীর্ষ ৫টি স্মার্টফোন ব্র্যান্ড হল – অ্যাপল, স্যামসাং, শাওমি, ট্রানসিসন এবং ওপ্পো।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.