লঞ্চের পর সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে iPhone 15। ২০২৩ সালে লঞ্চ হওয়া অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোনটি OnePlus 12 এর চেয়ে কম দামে কেনা যাচ্ছে। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের সুবিধা পাবেন ক্রেতারা। যারপর iPhone 15 গত বছর অনুষ্ঠিত ফেস্টিভ সিজন সেলের চেয়েও সস্তায় কেনা যাবে। উল্লেখ্য, iPhone 16 লঞ্চের পরে এমনিতেই অ্যাপল এই স্মার্টফোনের দাম ১০,০০০ টাকা কমিয়ে দিয়েছিল।
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে অতি সস্তায় iPhone 15
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে আইফোন ১৫ এর দাম শুরু হয়েছে ৫৭,৪৯৯ টাকা থেকে। সাথে রয়েছে ৫,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড়। এছাড়াও আলাদা করে ২,২৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এইভাবে আইফোন ১৫ মডেলটি ৫০,০০০ টাকারও কম দামে কেনা যাবে। এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি।
OnePlus 12 এর চেয়ে সস্তা
অ্যামাজনে চলমান সেলে ওয়ানপ্লাস ১২ এর দাম শুরু হয়েছে ৬২,৪৭৩ টাকা থেকে। এর সাথে ৩,৭৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনটি ৫৯,০০০ টাকারও কম দামে কেনা যাবে। যদিও এরপরও আইফোন ১৫ আরও ৮,০০০ টাকা পর্যন্ত কমে কেনার সুযোগ রয়েছছ। অ্যামাজনের পাশাপাশি ফ্লিপকার্টেও আইফোন ১৫ কম দামে বিক্রি হচ্ছে।
iPhone 15 এর ফিচার
অ্যাপলের এই আইফোনে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যাতে থাকছে ডায়নামিক আইল্যান্ড ফিচার। এটি আইফোন এ১৬ বায়োনিক চিপসেটে কাজ করে। ফোনটি ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায় এবং এতে ৫জি নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট করে। এই ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ উপলব্ধ। যেখানে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা ২এক্স টেলিফোটো অপটিক্যাল জুম সাপোর্ট করে। এর সাথে ১২ মেগাপিক্সেল ক্যামেরাও পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।