প্রায় ২২,০০০ টাকা ছাড়ে iPhone 15, প্রাইম ডে সেলে অ্যাপল প্রেমীদের জন্য সুবর্ণ সুযোগ

আগামী ১২ জুলাই Amazon তাদের প্রাইম মেম্বারদের জন্য নিয়ে আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত সেল Prime Day Sale 2025। আর এই সেলকে ঘিরে প্রাইম মেম্বারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, কারণ বাম্পার অফারে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার সুযোগ পাওয়া যাবে। এই সেলে Apple-এর প্রিমিয়াম ডিভাইস iPhone 15 অনেক কম দামে নিজের করা যাবে। অ্যামাজন নিশ্চিত করেছে যে, এই আইফোন মডেলটি প্রাইম ডে সেল চলাকালীন প্রায় ২২ হাজার টাকা ছাড়ে বিক্রি হবে। ফলে আপনি যদি নতুন কোনো আইফোন মডেল কিনতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না।

অ্যামাজন প্রাইম ডে সেলে অনেক সস্তায় iPhone 15

অ্যামাজন প্রাইম ডে সেলে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আইফোন ১৫ অনেক কম দামে কেনা যাবে। সেলের সময় আইসিআইসিআই বা এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত কুপন ছাড়ের মাধ্যমে মাত্র ৫৭,৯৯৯ টাকায় ফোনটি নিজের করতে পারবেন। তবে অফার এখানেই শেষ নয়। পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে অতিরিক্ত ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে।

তবে মনে রাখবেন যে, একসঙ্গে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়া যাবে না। অর্থাৎ, আপনাকে বেছে নিতে হবে, ব্যাঙ্ক ডিসকাউন্ট নেবেন নাকি পুরনো ফোন এক্সচেঞ্জ করবেন।

iPhone 15 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইফোন ১৫ মডেলে অ্যাপলের নতুন এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে, যা দুর্দান্ত পারফরম্যান্স দেয়। এর সামনে দেখা যাবে ডায়নামিক আইল্যান্ড ডিজাইন, যার মাধ্যমে স্ক্রিনে নোটিফিকেশন বা অ্যালার্ট দেখা যাবেনা। এতে পাওয়া যাবে ৬.১-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর OLED প্যানেল। ডিসপ্লের সুরক্ষার জন্য সেরামিক শিল্ড প্রটেকশন আছে।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ডুয়েল‌ রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। ডিভাইসটি iOS 17 অপারেটিং সিস্টেমে চলে। আইফোন ১৫ ডিভাইসটি আইপি৬৮ রেটিং সহ এসেছে, যা জল এবং ধুলো প্রতিরোধ করবে।