iPhone 17 সিরিজের ডিজাইন সহ ফিচার ফাঁস, কবে লঞ্চ হবে জেনে নিন

অ্যাপলের iPhone 17 সিরিজ আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে চারটি মডেল আসবে – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, এবং iPhone 17 Pro Max। এই মডেলগুলি আলাদা আলাদা ব্যবহারকারীর প্রয়োজন ও রুচির কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই প্রতিবেদনে সেগুলি নিয়ে আলোচনা করা হল।

iPhone 17 Pro ও Pro Max মডেলের বিশেষত্ব

iPhone 17 Pro সিরিজে টাইটানিয়ামের পরিবর্তে হালকা ও টেকসই অ্যালুমিনিয়াম বডি দেখা যাবে। এগুলিতে আগের চেয়ে আরও দ্রুত ২৫ ওয়াট ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিংও সাপোর্ট করবে। উভয় স্মার্টফোনে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স পাওয়া যাবে।

ডিসপ্লে ও অডিওর ক্ষেত্রে এই দুই ডিভাইসে ওএলইডি স্ক্রিন সহ ডায়নামিক আইল্যান্ড ও চওড়া স্পিকার থাকবে। এই ডিসপ্লের সাইজ ৬.৬ ইঞ্চি। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে A19 Pro চিপ ও ভ্যাপার চেম্বার কুলিং। ফোন দুটি ৫০০০ এমএএইচের কাছাকাছি ব্যাটারি ক্যাপাসিটি সহ লঞ্চ হবে।

iPhone 17 Air এর ডিজাইন ও ফিচার

যারা পাতলা ফোন ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য iPhone 17 Air সেরা বিকল্প হবে। মাত্র ৫.৫ মিমি পুরু এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এই মডেলেও ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে কোনো ফিজিক্যাল সিম স্লট থাকবে না। ব্যাটারি তুলনায় ছোট হবে, তবে আলাদা ব্যাটারি কেস দেওয়া হবে বলে জানা গেছে। প্রো সিরিজ ও এয়ার মডেলে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

iPhone 17 এর ডিজাইন ও ফিচার

এই সিরিজের বেস মডেল হবে iPhone 17। এর স্ক্রিন সাইজ থাকবে ৬.৩ ইঞ্চি, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে A19 চিপ থাকবে। স্মার্টফোনটির পিছনে ৪৮ মেগাপিক্সেল ও সামনে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। ডিজাইনের কথা বললে, এতে নতুন ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে।

iPhone 17 সিরিজ কবে লঞ্চ হবে

আইফোন ১৭ সিরিজ ৯-১২ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আর ফোনগুলির বিক্রি শুরু হতে পারে ১৯ সেপ্টেম্বর থেকে।