iPhone 16 সিরিজ ২০২৪ সালের সবথেকে জনপ্রিয় স্মার্টফোনের শিরোপা অর্জন করেছে। এই ফোন এবার ব্যাপক ছাড়ে পাওয়া যাচ্ছে। অফারটি রয়েছে Amazon এবং Flipkart এ। প্রায় ৫৬,১৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে আইফোন ১৬ প্রো এবং ম্যাক্স মডেলে। এই দুটি মডেল আইফোন ১৬ সিরিজের টপ ভ্যারিয়েন্ট। শুধু ছাড় নয়, তার সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফার।
iPhone 16 Pro Max তিনটি স্টোরেজ অপশনে পাওয়া যাবে : ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। যখন এটি প্রথম লঞ্চ হয়, তখন দাম ছিল যথাক্রমে ১,৪৪,৯০০ টাকা, ১,৬৪,৯০০ টাকা এবং ১,৮৪,৯০০ টাকা। বর্তমানে, Amazon এবং Flipkart উভয়ই প্ল্যাটফর্মেই আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের উপর ৭ হাজার টাকা ছাড় রয়েছে। আগ্রহী ক্রেতারা এটি যথাক্রমে : ১,৩৭,৯০০ টাকা, ১,৫৭,৯০০ টাকা এবং ১,৭৭,৯০০ টাকায় কিনতে পারবেন।
উপরন্তু, Amazon নির্বাচিত ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের ৩ হাজার টাকা ছাড় এবং Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের প্রাইম সদস্য হলে ৫,৩৩৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রদান করছে। একইভাবে, Flipkart HSBC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫ হাজার টাকা, SBI এবং Kotak ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্টে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে সর্বাধিক ৪৩,১৫০ টাকা ছাড় পাবেন।
iPhone 16 Pro চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ : ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। লঞ্চ হওয়ার সময় এর দাম ছিল যথাক্রমে – ১,১৯,৯০০ টাকা, ১,২৯,৯০০ টাকা, ১,৪৯, ৯০০ টাকা এবং ১,৬৯,৯০০ টাকা। এতেও রয়েছে সরাসরি ৭ হাজার টাকা ছাড়। গ্রাহকরা এটি কিনতে পারবেন যথাক্রমে – ১,১২,৯০০ টাকা, ১,২২,৯০০ টাকা, ১,৪২,৯০০ টাকা এবং ১,৬২,৯০০ টাকায়।
এছাড়াও, Amazon-এর পক্ষ থেকে নির্বাচিত কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩,০০০ টাকা ছাড়, Amazon Pay ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রাইম সদস্য হলে ৩,৩৮৭ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। Flipkart-এর সাথে HSBC ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ৫,০০০ টাকা, SBI এবং Kotak ক্রেডিট কার্ডধারীদের জন্য ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এই ফোনের উপর এক্সচেঞ্জ ভ্যালু রয়েছে ৪৩,১৫০ টাকা পর্যন্ত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.