অ্যাপলের লেটেস্ট স্মার্টফোন সিরিজ হল iPhone 16। এদের উত্তরসূরি সিরিজ আইফোন ১৭ সিরিজ এবছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। অর্থাৎ নতুন আইফোন সিরিজ আসতে এখনও অনেক সময় বাকি, তবে তার আগেই আইফোন ১৬ সিরিজের দাম কমতে শুরু করেছে। এই সিরিজের বেস ভ্যারিয়েন্ট আগেই কম দামে পাওয়া যাচ্ছিল। এখন আবার iPhone 16 Pro সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে।
এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সস্তায় কেনা যাবে। ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয় ই-কমার্স সাইটে এই আইফোনের উপর ভালো ডিল পাওয়া যাচ্ছে। উভয় প্ল্যাটফর্মে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার রয়েছে।
অ্যামাজনে কম দামে বিক্রি হচ্ছে iPhone 16 Pro
আইফোন ১৬ প্রো এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯০০ টাকা। অ্যামাজন এর দাম ৫ শতাংশ কমিয়ে বিক্রি করছে। এররপ এটি ১,২২,৯০০ টাকায় কেনা যাবে। আবার ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এটি ইএমআই-তেও কেনা যাবে। প্রতি মাসে এর ইএমআই শুরু হবে মাত্র ৫,৫৩৭ টাকা থেকে।
এছাড়া এর সাথে লোভনীয় এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। পুরানো ফোন এক্সচেঞ্জ করে আইফোন ১৬ প্রো কিনতে চাইলে সর্বোচ্চ ৫৩,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আপনি যদি পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান তাহলে আইফোন ১৬ প্রো এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট প্রায় ৬৩,০০০ টাকায় কেনা যাবে।
আরও পড়ুনঃ মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus
ফ্লিপকার্টে iPhone 16 Pro এর উপর অফার অফার
আইফোন ১৬ প্রো এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৭,০০০ টাকা ডিসকাউন্টে ১,২২,৯০০ টাকায় তালিকাভুক্ত। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ফ্লিপকার্ট এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। এখানে ৪১,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে।
iPhone 16 Pro এর স্পেসিফিকেশন
আইফোন ১৬ প্রোতে রয়েছে টাইটানিয়াম বডির সঙ্গে গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন। এটি আইপি৬৮ রেটিং সহ এসেছে, অর্থাৎ এটি জল ও ধুলো প্রতিরোধী। এই স্মার্টফোনে আছে ৬.৩ ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর প্যানেল। ডিভাইসটি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলবে।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Apple A18 Pro চিপসেট
এই ফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, এতে ৪৮ + ১২ + ৪৮ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান।সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.