HTC আনছে নতুন পাঁচটি স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ব্যাটারি

একসময় অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে জনপ্রিয় নাম ছিল এইচটিসি (HTC)। তবে অন্যান্য ব্র্যান্ডের আগমনে ব্র্যান্ডটির কদর কমতে থাকে। অবশেষে নতুন স্মার্টফোনের সাথে স্পটলাইটে ফিরে আসার প্রচেষ্টা করছে এইচটিসি। দুবাইয়ের GITEX 2025 টেক এক্সপোতে, HTC তাদের Wildfire সিরিজের বেশ কয়েকটি নতুন ডিভাইস প্রদর্শন করেছে। আসুন এই ফোনগুলির বিষয়ে এখনও পর্যন্ত কি কি জানা গেছে, দেখে নেওয়া যাক।
HTC আনছে নতুন Wildfire স্মার্টফোন সিরিজ
এক এক্স ইউজার HTC Wildfire লাইনআপের ছবি শেয়ার করার পর থেকেই এগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে আলোচনা শুরু হয়েছে। একটি ছবিতে চারটি মডেল দেখানো হয়েছে, এবং এখানে প্রতিটি মডেলের ক্যামেরার ডিজাইন ভিন্ন দেখা গেছে। আরেকটি ছবিতে মজবুত কোণ সহ একটি রাগড মডেল দেখানো হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এটি বাইরের পরিবেশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এবং সম্ভবত জল ও ধুলো থেকে সুরক্ষা প্রদান করবে।
তবে সবচেয়ে আকর্ষণীয় ডিভাইসটি একটি বাজেট রেঞ্জের “গেমিং” ফোন বলে মনে হচ্ছে। এর গাঢ় লাল রঙের ব্যাক প্যানেল এবং অ্যাঙ্গুলার স্টাইলিং এটিকে একটি স্পষ্ট পারফরম্যান্স-ফার্স্ট পরিচয় দিচ্ছে। ওই এক্স ইউজারের দাবি, এই মডেলটি Unisoc T765 চিপসেট দ্বারা চালিত, এটি একটি ৬ ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসর। ডিভাইসটিতে ৫,৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলেও জানা গেছে।
ক্যামেরা ও ডিসপ্লে
ক্যামেরার ক্ষেত্রে, ওই HTC Wildfire সিরিজের হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে। আর এতে ১২০ হার্টজ আইপিএস প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি শরৎকালের শেষের দিকে মডেলটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
HTC Wildfire লাইনআপটি উদীয়মান বাজারগুলিকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, অনেকটা ২০১০-এর দশকের গোড়ার দিকে এবং ২০১৯-এর শেষের দিকের রিভাইভ করা মূল Wildfire মডেলগুলির মতো। আসন্ন ফোনগুলির মূল্য প্রতিযোগিতামূলক থাকবে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক দাম জানার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে।
জানিয়ে রাখি, এইচটিসি ব্র্যান্ডটি গত কয়েক বছর ধরে মূলত ভিআর (VR) এবং মেটাভার্স হার্ডওয়্যারের ওপর মনোনিবেশ করেছিল, তাই এটা তাদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার একটি অর্থপূর্ণ পদক্ষেপ বলে মনে হচ্ছে। এইচটিসি সেই আগের জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করতে পারে কিনা, সেটাই এখন দেখার।