iPhone 17 লঞ্চের আগে 10 হাজার টাকা সস্তা iPhone 16e, রয়েছে জবরদস্ত ক্যামেরা

আগামী ৯ সেপ্টেম্বর Apple একটি বড় ইভেন্টের আয়োজন করেছে। ওই ইভেন্টেই লঞ্চ হবে iPhone 17 সিরিজ। স্বাভাবিকভাবেই নতুন সিরিজ আসার খবর আসতেই ই-কমার্স সাইটগুলি স্টক খালি করতে পুরানো মডেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রতিবেদনে আমরা iPhone 16e এর সাথে পাওয়া ডিল সম্পর্কে বলবো। এই সস্তা আইফোন মডেলটি এখন আরও কম দামে বিক্রি হচ্ছে। তাই আপনি যদি সাশ্রয়ী মূল্যে নতুন আইফোন কিনতে চান তাহলে এই মডেলটি বেছে নিতে পারেন।
iPhone 16e এর দাম ও অফার
লঞ্চের সময় iPhone 16e এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৯,৯০০ টাকা। কিন্তু এখন Vijay Sales-এ এই স্টোরেজ মডেলটি ৫২,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে মিলবে আরও ৩,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। অর্থাৎ প্রায় ১০ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর পুরানো ফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ছাড়ের সুযোগও আছে। আপাতত ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ।
iPhone 16e এর ফিচার ও স্পেসিফিকেশন
দাম কম হলেও আইফোন ১৬ই মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এ১৮ চিপ। এতে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে। যার সুরক্ষার জন্য আছে সিরামিক শিল্ড। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, ফোনটি প্রায় ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে বলে অ্যাপল দাবি করেছে।
ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা উপস্থিত, যা একটি ২x টেলিফটো লেন্স। সেলফির জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার iPhone 16e মডেলে অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। এই বাটনের মাধ্যমে নিজের পছন্দমতো অ্যাপ বা ফিচার দ্রুত ব্যবহার করা যায়।