Apple iPhone 16e মাত্র কয়েক সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে ভারতে। এর মধ্যেই অ্যামাজনে ছাড়-সহ তালিকাভুক্ত ডিভাইসে। এই মডেলটি আইফোন ১৬ সিরিজের একটি সাম্প্রতিক সংযোজন। এই সিরিজের অধীনে এর আগে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স বাজারে এসেছে। তবে iPhone 16e এই সিরিজের সবথেকে সস্তা মডেল।
দাম কমার ফলে ফোনটি এখন ৫৬,৭৯০ টাকায় নেমে এসেছে। তবে ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সৌজন্যে দাম আরও কমানো যেতে পারে। লঞ্চ হওয়ার সময় এর দাম ছিল ৫৯,৯০০ টাকা। এই ডিভাইস অ্যাপলের সবচেয়ে সস্তা এন্ট্রি-লেভেল আইফোন।
অ্যামাজনে আইফোন ১৬ই এর দাম ৫৯,৯০০ টাকা থেকে কমে ৫৬,৭৯০ টাকা হয়েছে। অর্থাৎ প্রায় ৫% দাম কমেছে। এই ছাড় রয়েছে ফোনের কালো রঙের মডেলে। এর পাশাপাশি আছে এক্সচেঞ্জ অফার। ক্রেতারা ৫৩,৯৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে, মনে রাখবেন এই ছাড় সম্পূর্ণরূপে নির্ভর করবে ফোনটির অবস্থার উপর। এছাড়া বিনিময় মূল্য ব্র্যান্ড এবং মডেলটির বয়সের উপরও নির্ভর করবে।
উদাহরণস্বরূপ, আপনি যদি কোনও ক্ষতি হয়নি এমন একটি পুরানো আইফোন ১২ এক্সচেঞ্জ করেন, তাহলে সম্ভাব্যভাবে ১৮,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও, মনে রাখবেন যে আপনার পুরনো ফোনটি যদি কাজ না করে, অথবা RAM/স্টোরেজ/IMEI এর সাথে না মেলে, তাহলে অ্যামাজন ফোনটি প্রত্যাখ্যান করতে পারে।
দাম আরও কমাতে চাইলে আপনি কিছু ব্যাংক অফারও বেছে নিতে পারেন। উদাহরণস্বরূপ, Axis Bank ক্রেডিট কার্ড লেনদেনে ৪০০০ টাকার তাৎক্ষণিক ছাড় রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.