সবচেয়ে স্লিম আইফোনে থাকবে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, iPhone 17 Air-এর ডামি ইউনিটের ভিডিও ফাঁস

২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসতে চলেছে অ্যাপলের নতুন iPhone 17 সিরিজ। এই সিরিজের অধীনে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max সহ একেবারে নতুন মডেল, iPhone 17 Air বাজারে আসবে বলে অনুমান করা হচ্ছে। যদিও অফিসিয়াললঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি অ্যাপল, তবে নতুন এই ‘Air’ ভার্সন নিয়ে বাজারে চর্চা অব্যাহত আছে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে, যেখানে iPhone 17 Air-এর ডামি ইউনিট কে দেখানো হয়েছে। এই ভিডিও থেকে ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল আসুন জেনে নেওয়া যাক।

iPhone 17 Air-এর ডামি ইউনিটের ভিডিও ফাঁস হল

আইফোন ১৭ এয়ার এর ভিডিওটি শেয়ার করেছেন পরিচিত টিপস্টার মাজিন বু। X (আগে টুইটার) প্ল্যাটফর্মে আপলোড করা ভিডিওতে কালো রঙের একটি ফোন কে দেখা গেছে, যার ডিজাইন আগের যেকোনো আইফোনের তুলনায় বেশ আলাদা। ডিভাইসটি চোখে পড়ার মতোই পাতলা, এটি মাত্র ৫.৫ মিমি পুরু হতে পারে। বর্তমান আইফোন ১৬ সিরিজের তুলনায় এটি অনেকটাই স্লিম।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে ক্যামেরা ডিজাইনে। আইফোন ১৭ এয়ার এর পিছনে একটি বড়, লম্বাটে, পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা গেছে, যা ফোনের পুরো প্রস্থ জুড়ে বিস্তৃত। তার এক প্রান্তে আছে একটি মাত্র রিয়ার ক্যামেরা সেন্সর, অন্য প্রান্তে রয়েছে ফ্ল্যাশ। এই সেটআপ আগে দেখা যায়নি অ্যাপলের কোনো মডেলে। তবে এমন নতুনত্ব অ্যাপলের থেকে আমাদের প্রত্যাশিত থাকে।

যদিও এই হ্যান্ডস-অন ভিডিও থেকে স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে এর আগে সামনে এসেছিল যে, iPhone 17 Air মডেলে থাকতে পারে ২,৮০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর সামনে পাওয়া যাবে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ওজন থাকতে পারে প্রায় ১৪৫ গ্রাম।

এদিকে iPhone 17 Air এর সামনে দেখা যেতে পারে ৬.৬ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে A18 বা A19 চিপসেট ব্যবহার করা হতে পারে। সাথে থাকবে ৮ জিবি র‌্যাম। আর স্মার্টফোনটির দাম রাখা হতে পারে ১,২৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৯,৫০০ টাকা।

রঙের ক্ষেত্রেও অ্যাপল নতুন কিছু পরীক্ষা করছে বলে জানা গেছে। iPhone 17 Air মডেলটি সবুজ ও বেগুনি শেডে পাওয়া যেতে পারে বলে শোনা যাচ্ছে।