iPhone 17 Air আল্ট্রা স্লিম ডিজাইন ও 48 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, ভারতে দাম কত

আজ মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত Awe Dropping’ ইভেন্টে Apple বহু প্রতীক্ষিত iPhone 17 Air মডেলটি লঞ্চ করেছে। এটি আইফোনের লাইনআপে সম্পূর্ণ নতুন একটি মডেল। কোম্পানি গতবছরের iPhone 16 Plus এর পরিবর্তে এই মডেলটিকে বাজারে এনেছে। এতে iPhone 17 সিরিজের সমস্ত ফিচার সহ অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে। আর iPhone 17 Air হল আইফোনের ইতিহাসে সবচেয়ে পাতলা মডেল। এটি চলতি বছরে বাজারে আসা Samsung Galaxy S25 Edge এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
iPhone 17 Air এর দাম ও লভ্যতা
iPhone 17 Air এর ২৫৬ জিবি স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার (প্রায় ৮৮,১০০ টাকা)। হ্যান্ডসেটটি চারটি কালার অপশনে পাওয়া যাবে – স্কাই ব্লু, লাইট গোল্ড, ক্লাউড হোয়াইট এবং স্পেস ব্ল্যাক।
ভারতে আইফোন এয়ার মডেলের দাম শুরু হয়েছে ১,১৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১,৩৯,৯০০ ও ১,৫৯,৯০০ টাকা।
আগামী ১২ই সেপ্টেম্বর থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। আর এর প্রথম সেল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।
iPhone 17 Air এর ফিচার এবং স্পেসিফিকেশন
আইফোন ১৭ এয়ার কেবল একটি ই-সিম সাপোর্ট সহ লঞ্চ হয়েছে। এটি iOS 26 অপারেটিং সিস্টেমে চলবে। এই পাতলা মডেলছ ৩,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৫-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি প্রোমোশন ডিসপ্লে রয়েছে। ফলে এই ষষ অন্যান্য আইফোন ১৭ মডেলের মতো, এতেও ১০-১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
অ্যাপল দাবি করেছে যে iPhone 17 Air হল এখনও পর্যন্ত বাজারে আসা সবচেয়ে পাতলা আইফোন মডেল, যেটি কেবল ৫.৬ মিমি পুরু। এতে ৮০ শতাংশ পুনর্ব্যবহৃত টাইটানিয়াম উপকরণ ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটির সামনে এবং পিছনে সিরামিক শিল্ড ২ দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের জন্য iPhone 17 Air ডিভাইসে দেওয়া হয়েছে A19 Pro চিপসেট, যেটি ছয়-কোর সিপিইউ, ছয়-কোর জিপিইউ এবং একটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন দ্বারা গঠিত। এতে দ্বিতীয় প্রজন্মের ডায়নামিক ক্যাশিং উপস্থিত। এছাড়া, এই স্মার্টফোনে অ্যাপলের নতুন N1 চিপও পাওয়া যাবে, যা ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৬ সাপোর্ট করবে।
ক্যামেরার কথা বললে, iPhone 17 Air ডিভাইসের পিছনে ৪৮ মেগাপিক্সেল ফিউশন প্রাইমারি ক্যামেরা বর্তমান। এতে সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, এফ/১.৬ অ্যাপারচার এবং ২এক্স জুম সাপোর্ট করবে। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
যদিও এর ব্যাটারি ক্যাপাসিটি জানা যায়নি। অ্যাপল বলেছে এটি সারাদিন চলবে। আর টানা ভিডিও দেখলে ২৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি ৩০ মিনিটে অর্ধেক চার্জ হয়ে যাবে।