অঙ্কিতা মন্ডল, কলকাতা: iPhone 17 সিরিজ নিয়ে নিয়মিত বিভিন্ন তথ্য সামনে আসছে। সম্প্রতি একটি রিপোর্টে এই সিরিজের iPhone 17 Air এবং iPhone 17 Pro এর মধ্যে ডিজাইনের পার্থক্য দেখানো হয়েছে। যেখানে আসন্ন 17 Air মডেলকে অত্যন্ত পাতলা ডিজাইন সহ দেখা গেছে। অর্থাৎ, এই রিপোর্ট সঠিক হলে iPhone 17 Air এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন হতে পারে।
iPhone 17 Air এবং iPhone 17 Pro এর ডিজাইন পার্থক্য
লিক হওয়া ছবিটি টিপস্টার মাজিন বু (Majin Bu) এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। 3D-প্রিন্টেড ছবিতে মডেলগুলির পজিশনিং এমনভাবে রাখা হয়েছে যে দুটি ফোন কতটা পুরু হবে তা পরিষ্কারভাবে দেখা গেছে।
ছবিতে দেখা গেছে যে, আইফোন ১৭ এয়ার মডেলটি আইফোন ১৭ প্রো-এর অর্ধেক পুরু হবে। ছবিতে দুটি ফোনকে একসাথে রাখা হলে এই পার্থক্যটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এয়ার মডেলটি ৫.৫ মিমি পুরু হবে, যেখানে প্রো মডেলটি ৯.৫ মিমি পুরু হবে।
iPhone 17 Air সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে
আইফোন ১৭ এয়ার ফোনে ৬.৯-ইঞ্চির LTPO সুপার রেটিনা ডিসপ্লে থাকবে, যাতে ডাইনামিক আইল্যান্ড নচ দেওয়া হবে। এই ডিসপ্লে আইফোন ১৭ প্রো ম্যাক্সের মতো হবে। আসন্ন এই ডিভাইসে অ্যাকশন বাটন থাকার সম্ভাবনা রয়েছে, যার সাথে ভলিউম রকার কী বাম পাশে এবং পাওয়ার বাটন ডান দিকে দেখা যাবে।
আইফোন ১৭ এয়ার এই বছরের সেপ্টেম্বরে লঞ্চ হবে। এটি iPhone 17 সিরিজের চতুর্থ মডেল হতে পারে এবং iPhone 17 Plus এর পরিবর্তে বাজারে আসতে পারে।