Lava Blaze AMOLED 2 5G: লাভার সবচেয়ে পাতলা 5G ফোন আসছে চকচকে মার্বেল ডিজাইনে

লাভা একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আনছে। এবার কোম্পানিটি লঞ্চ করতে চলেছে Lava Blaze AMOLED 2 5G। আজ ইনস্টাগ্রামে এর লুক ও কিছু মূল ফিচার কোম্পানির তরফে শেয়ার করা হয়েছে। টিজার পোস্ট থেকে স্পষ্ট যে, ডিভাইসটির পিছনের প্যানেলে চকচকে মার্বেলের মতো টেক্সচার থাকবে। আর ফোনটি হালকা সাদা রঙে এবং সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইন সহ আসবে। আসুন Lava Blaze AMOLED 2 5G সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।
Lava Blaze AMOLED 2 5G এর ডিজাইন
ইনস্টাগ্রামে শেয়ার করা Lava Blaze AMOLED 2 5G এর ছবি থেকে আরও জানা গেছে যে, এর উপরের দিকে আয়তাকার ব্লক-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাব, যেটি কালো রঙে আলাদা করে হাইলাইট করা হয়েছে। এর মধ্যে দুটি ক্যামেরা ও LED ফ্ল্যাশ পাওয়া যাবে। আর ফোনটির নিচের দিকে বাম কোণে লাভার লোগো নজরে এসেছে। কোম্পানির দাবি, এটি তাদের সবচেয়ে পাতলা 5G ফোন হতে চলেছে এবং এটি ৭.৫৫ মিমি পুরু হবে।
Lava Blaze AMOLED 2 5G কবে নাগাদ লঞ্চ হবে
লাভার তরফে এখনও ব্লেজ অ্যামোলেড ২ ৫জি এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, ফোনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে পা রাখতে পারে। এটি ফেদার হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।
Lava Blaze AMOLED 2 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনের সামনে দেখা যেতে পারে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৬ জিবি LPDDR5 ফিজিক্যাল র্যাম, ৬ জিবি ভার্চুয়াল র্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ আসবে।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony সেন্সরযুক্ত AI ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। সামনে পাঞ্চ হোলের মধ্যে ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যদিও এর রেজোলিউশন জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ডিভাইসে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।