বিপুল চাহিদা, iPhone 17 Pro Max ফোনের প্রি-অর্ডার নেওয়া বন্ধ করতে বাধ্য হল Apple

গত সপ্তাহে অ্যাপল তাদের বহু প্রতীক্ষিত iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে রয়েছে চারটি মডেল – iPhone 17, iPhone 17 Pro, iPhone Air এবং iPhone 17 Pro Max। আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে ফোনগুলির বিক্রি শুরু হবে। তার আগে এখন ডিভাইস চারটি প্রি-অর্ডার করা যাচ্ছে। আর এখানেই iPhone 16 সিরিজকে পিছনে ফেলেছে iPhone 17 সিরিজ। জানা গেছে, লেটেস্ট আইফোন সিরিজের সামগ্রিক চাহিদা পূর্বসূরি মডেলগুলিকে ছাড়িয়ে গেছে।

 

এক্ষেত্রে কসমিক অরেঞ্জ ভ্যারিয়েন্টের iPhone 17 Pro Max মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে এই মডেলটির সমস্ত স্টক। যেকারণে ভারতে Pro Max স্মার্টফোনটি আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রি-অর্ডার করা যাচ্ছে না।

 

iPhone 17 Pro Max এর কসমিক অরেঞ্জ কালার অপশন হল আউট অফ স্টক

প্রি-অর্ডার চলাকালীন iPhone 17 Pro Max মডেলের কসমিক অরেঞ্জ কালার শেডের চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। কোম্পানি হ্যান্ডসেটটির জন্য প্রি-অর্ডার নেওয়া চালু করার তিন দিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতে বিজ্ঞপ্তি দিয়ে রিজার্ভেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, এই পরিস্থিতি স্টক ঘাটতির কারণে হয়েছে।

এক অ্যাপল প্রোডাক্ট বিশেষজ্ঞ জানিয়েছেন যে, অত্যাধিক প্রি-অর্ডারের কারণে, কসমিক অরেঞ্জ আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের স্টক শেষ হয়ে গেছে। তিনি আরও জানান যে ডিপ ব্লু ভার্সনটি এখনও কিছু রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে এবং টিম যত তাড়াতাড়ি সম্ভব অরেঞ্জ মডেলটি পুনরায় স্টক করার জন্য কাজ করছে। হ্যান্ডসেটটি সিলভার কালারওয়েতেও পাওয়া যাচ্ছে।

১৯ সেপ্টেম্বর থেকে সেল iPhone 17 সিরিজের

জানিয়ে রাখি, iPhone 17 সিরিজের সেল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। অফিসিয়াল স্টোরগুলিতে আগে আসার ভিত্তিতে ডিভাইসগুলি পাওয়া যাবে। ওইদিন থেকে Apple Watch Series 11, Apple Watch Ultra 3, Apple Watch SE 3 এবং Apple AirPods Pro 3 এরও সেল শুরু হবে।