iPhone 17 সিরিজ লঞ্চ হচ্ছে এই তারিখে, জল্পনায় সীলমোহর দিল Apple

অবশেষে সামনে এল iPhone 17 সিরিজের লঞ্চের তারিখ। আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে Apple এর বহু প্রতীক্ষিত বার্ষিক ইভেন্ট। এই ইভেন্টেই পর্দা সরানো হবে নতুন আইফোনের উপর থেকে। ইতিমধ্যেই Apple মিডিয়াকে ইভেন্টে আসার জন্য ইনভাইট লেটার পাঠাতে শুরু করেছে। এই ইনভাইট লেটারে লেখা আছে একটি আকর্ষণীয় ট্যাগলাইন – “Awe dropping”। সাধারণত সেপ্টেম্বরে নতুন আইফোন লঞ্চ হয়, তাই বলার অপেক্ষা রাখে না যে ওইদিনই iPhone 17 সিরিজ বাজারে পা রাখবে।
Apple iPhone 17 সিরিজের লঞ্চ ইভেন্ট
স্টিভ জবস থিয়েটারে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে, যা শুরু হবে ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে। এই ইভেন্টে আইফোন ১৭ সিরিজ ছাড়াও নতুন অ্যাপল ওয়াচ সহ আরও কিছু ডিভাইস লঞ্চ হবে। এছাড়া অ্যাপল নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ফিচার সম্পর্কে ধারণা দিতে পারে।
iPhone 17 সিরিজে থাকবে চারটি মডেল
বিভিন্ন রিপোর্ট থেকে ইতিমধ্যেই জানা গেছে যে, আসন্ন iPhone 17 সিরিজের অধীনে চারটি ডিভাইস লঞ্চ হবে, যারমধ্যে থাকবে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro ও iPhone 17 Pro Max। এরমধ্যে ‘এয়ার’ মডেলটি গতবছরের iPhone 16 Plus এর পরিবর্তে আসবে। আর এর বিশেষত্ব থাকবে পাতলা ডিজাইন।
অ্যাপলের AI কৌশল
নতুন আইফোন লঞ্চের পাশাপাশি ইভেন্টের আরকটি মুখ্য আকর্ষণ হতে পারে অ্যাপল ইন্টেলিজেন্সের আপগ্রেড ভার্সন উন্মোচন। সম্প্রতি Siri-র জন্য AI আপডেট পিছিয়ে দিয়েছে অ্যাপল। মনে করা হচ্ছে, ChatGPT বা Google Gemini-এর মতো টুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই কোমর বেঁধে নামতে চলেছে আমেরিকার টেক জায়ান্টটি। গত বছর “বিল্ট ফর অ্যাপল ইন্টেলিজেন্স” ট্যাগলাইন সহ iPhone 16 সিরিজ বাজারে আনা হয়েছিল। এবছরও নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচারগুলিই হতে পারে ইভেন্টের অন্যতম আকর্ষণ।