2025 সালের সেপ্টেম্বর লঞ্চ হতে পারে iPhone 17 সিরিজ এই সিরিজে দুটি Pro মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এরমধ্যে iPhone 17 Pro নিয়ে চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই জানা গেছে যে এই ফোনের ক্যামেরা সিস্টেমে বড় আপগ্রেড দেখা যাবে। এর পাশাপাশি এতে নতুন ডিজাইন, ভালো ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর থাকবে। আজ আবার একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 17 Pro মডেলে 48MP টেলিফটো ক্যামেরা লেন্স থাকবে, যেখানে iPhone 16 Pro ডিভাইসে 12MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছিল।
টিপস্টার Majin Bu এর মতে, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেলে 48MP টেলিফটো ক্যামেরা থাকবে, যার ফোকাল লেন্থ 85mm থাকবে। এটি iPhone 16 Pro সিরিজের 12MP টেলিফটো লেন্সের তুলনায় বড় আপগ্রেড হবে, যার ফোকাল লেন্থ 120mm ছিল।
এই পরিবর্তন বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য করা হচ্ছে, যাতে ছবি গুণমান আরও উন্নত হয়। এদিকে নতুন আইফোনে 3.5x অপটিকাল জুম থাকার সম্ভবনার কথাও টিপস্টার বলেছেন, যা iPhone 16 Pro এর 5x জুমের তুলনায় কম, তবে আপকামিং মডেলে ইন-সেন্সর ক্রপ জুম প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা 7x “লসলেস” ডিজিটাল জুম পেতে পারে।
নতুন টেলিফটো সেন্সর কেবল পোর্ট্রেটই নয়, বরং কম আলোতে দুর্দান্ত ফটোগ্রাফি করতে সাহায্য করবে। কারণ বড় সেন্সর বেশি আলো ক্যাপচার করবে, ফলস্বরূপ ছবিগুলি আরও স্পষ্ট হবে। এর আগে শোনা গিয়েছিল যে, iPhone 17 Pro ডিভাইসে তিনটি ক্যামেরা থাকবে যার মধ্যে প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড, এবং টেলিফটো লেন্স পাওয়া যাবে। তিনটি ক্যামেরাই 48MP সেন্সর হতে পারে। এছাড়া ফ্রন্ট ক্যামেরা (ট্রুডেপথ) 12MP এর পরিবর্তে 24MP হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.