অ্যাপল গত সেপ্টেম্বরে iPhone 17 লাইনআপ লঞ্চ করেছে। এই সিরিজে আছে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air মডেল চারটি। এই সিরিজ লঞ্চ হওয়ার আগে থেকেই কোম্পানি আপকামিং iPhone 18 লাইনআপের উপর কাজ করছে বলে জানা গিয়েছিল। তবে এসব কে ছাপিয়ে আজ iPhone 20 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, iPhone 18 Pro লাইনআপে ইন-ডিসপ্লে ফেস আইডি এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেন্সর থাকবে।
আসন্ন আইফোন মডেলগুলি পিল-আকৃতির সেলফি কাটআউট ডিসপ্লে সহ আসবে না
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে অ্যাপল ২০২৭ সালে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। আর এই সিরিজের নাম হবে iPhone 20। কোম্পানি ওই বছর তাদের ব্যবসার ২০তম বার্ষিকী পালন করতেই ‘iPhone 19’ নাম বাতিল করবে বলে টিপস্টার মনে করছেন।
সেক্ষেত্রে টিপস্টারের দাবি যদি সত্য হয়, তাহলে অ্যাপল তাদের স্মার্টফোনের জন্য পিল-আকৃতির সেলফি ক্যামেরা কাটআউট ডিজাইন থেকে সরে আসবে, যা প্রথম iPhone 14 Pro মডেলে দেখা গিয়েছিল। এরপর থেকে কোম্পানিটি এই কাটআউটটিকে ছোট করার চেষ্টা করেছে। তবে ২০২৭ সালে এই কাটআউটটি ডিজাইন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
এদিকে, সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে অ্যাপল হোল ইন অ্যাক্টিভ এরিয়া (HIAA) প্রযুক্তি পরীক্ষা করছে, যার মাধ্যমে iPhone 18 Pro সিরিজের OLED ডিসপ্লেতে ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর এক জায়গায় রাখা সম্ভব হবে। এই সিরিজ আগামী বছরের সেপ্টেম্বরে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ফলে ডিজাইনের পরিবর্তন আমরা আগামী বছর থেকেই দেখতে পারি।
১৭ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Oppo Reno 15 সিরিজ। তার আগে কোম্পানির তরফে ধীরে…
ZTE তাদের Blade স্মার্টফোন লাইনআপে নতুন মডেল হিসেবে ZTE Blade V80 Vita যুক্ত করতে চলেছে।…
Honor X80 শীঘ্রই বাজারে আসছে। এটি Vivo X70 এর উত্তরসূরি হবে। যদিও কোম্পানি এখনও আসন্ন…
আগামী বছরের শুরুতে Galaxy S25 সিরিজের উত্তরসূরি হিসেবে বাজারে আসছে Samsung Galaxy S26 সিরিজ। কোম্পানির…
Lava Agni 4 ভারতে আগামী ২০ নভেম্বর লঞ্চ হবে। এটি Lava Agni 3 এর উত্তরসূরি…
শাওমি কয়েক সপ্তাহ আগে লঞ্চ করেছে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro…
This website uses cookies.