মোবাইল

সস্তা iPhone SE 4 কিনতে ছুটবে সবাই, ডায়নামিক আইল্যান্ডের সাথে থাকবে AI ফিচার

Published on:

Iphone se 4 images leak suggest dynamic island feature design surface

শীঘ্রই নতুন বছরের প্রথম লঞ্চ ইভেন্ট আয়োজন করতে চলেছে Apple। এই ইভেন্টে iPhone SE 4 এর উপর থেকে পর্দা সরাতে পারে টেক জায়ান্টটি। পাশাপাশি এই ইভেন্টে অ্যাপল একটি নতুন আইপ্যাড এয়ার মডেলও লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে বাজারে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে iPhone SE 4 এর আপগ্রেড নিয়ে।

গত কয়েক মাস ধরে অ্যাপলের এই সস্তা আইফোন মডেল নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। সম্প্রতি এর কয়েকটি ছবিও ফাঁস হয়েছে, যা দেখায় যে এতে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকতে পারে। উল্লেখ্য, ডায়নামিক আইল্যান্ড অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলিতেই এখনও পর্যন্ত উপলব্ধ। ফলে তুলনামূলক সস্তা iPhone SE 4 মডেলে ডায়নামিক আইল্যান্ড থাকলে এটি একটি বড় চমক হবে।

WhatsApp Community Join Now

iPhone SE 4 লঞ্চের তারিখ (ফাঁস)

আইফোন এসই ৪ চলতি বছরের অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপল সাধারণত বসন্তে তাদের বাজেট স্মার্টফোন লঞ্চ করে। ফোন অ্যারেনার রিপোর্ট অনুযায়ী, নতুন সস্তা আইফোন মার্চ মাসেই বাজারে পা রাখতে পারে। আবার অ্যাপল প্রোডাক্ট অ্যানালিস্ট, মিং-চি কুয়ো দাবি করেছেন যে আইফোন এসই ৪ মার্চ বা এপ্রিলে লঞ্চ হবে।

Evan-Blass-iPhone-SE-4-leak

iPhone SE 4 এর ডিজাইন

মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ, টিপস্টার সনি ডিকসন আইফোন এসই ৪ এর ডামি ইউনিটের ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলি ডিভাইসের ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেমের ডিজাইন দেখিয়েছে। এতে একটি রিয়ার ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট থাকবে। আর ছবিতে আইফোন এসই ৪ কে দুটি কালারে দেখা গেছে। এর সাইড ফ্রেমের উপরের দিকে ভলিউম রকার বাটন দেখা গেছে। আবার উপরে ফোনটিকে সাইলেন্ট এবং জেনারেল মোডে পরিবর্তন করার জন্য একটি স্লাইডার বাটন দেওয়া হবে।

iPhone SE 4 এর দাম (ফাঁস)

আসন্ন আইফোন এসই ৪-এর দাম ৪৫০ থেকে ৫০০ ডলারের মধ্যে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতে স্মার্টফোনটির মূল্য ৫০ হাজার টাকার কাছাকাছি থাকতে পারে।

iPhone SE 4 এর ফিচার এবং স্পেসিফিকেশন

পরবর্তী আইফোন এসই মডেলে বড় হার্ডওয়্যার আপগ্রেড থাকবে বলে অনুমান করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে যে এতে ৬.১-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে পাওয়া যাবে, যা আগের মডেলে ব্যবহৃত এলসিডি স্ক্রিন থেকে ভালো। এর সাথে নয়া মডেলে এআই ফিচার সাপোর্ট, ফেস আইডি, ইউএসবি-সি পোর্ট এবং একটি নতুন এ-সিরিজের চিপ অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটি ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং অ্যাপলের ডিজাইন করা ৫জি মডেম সহ আসবে বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন