সস্তায় অনলাইন কেনাকাটার দিন শেষ? ক্রেতাদের উপর প্রোটেক্ট প্রমিজ ফি চাপাচ্ছে Flipkart

আপনি যদি ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করেন, তাহলে এই খবর আপনার জন্য। প্রসঙ্গত, ফ্লিপকার্ট নতুন ‘প্রোটেক্ট প্রমিজ’ ফি নেওয়া শুরু করেছে। এটি উল্লেখযোগ্য যে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ইতিমধ্যে অর্ডার করা আইটেমগুলির ধরণ এবং আকারের উপর ভিত্তি করে প্ল্যাটফর্ম ফি, হ্যান্ডলিং ফি এবং সুরক্ষিত প্যাকেজিং ফি চার্জ করে। এবার ফ্লিপকার্ট এই প্রোডাক্টগুলির উপর প্রোটেক্ট প্রমিজ ফিও নেবে। এই ফি নির্ধারণ করা হয়েছে ৯ টাকা থেকে ৪৯ টাকা।

ফ্লিপকার্ট প্রোটেক্ট প্রমিজ চার্জ বলতে কী বোঝায়?

ফ্লিপকার্টের মতে, প্রোটেক্ট প্রমিজ ডিভাইসটির সুরক্ষা নিশ্চিত করে, কারণ কোনো ডিভাইস ক্রেতাদের কাছে পৌঁছানোর আগে বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে যায়। এর মাধ্যমে, ক্রেতারা ইতিমধ্যে বিদ্যমান ওপেন বক্স ডেলিভারিও পাবেন, যেখানে ডেলিভারি এজেন্ট ক্ষতি বা কোনও অনুপস্থিত আইটেম পরীক্ষা করার জন্য ডেলিভারির সময় আপনার সামনে প্যাকেজটি খুলবে।

জেনে নিন কোন প্রোডাক্টে কত চার্জ দিতে হবে

ফ্লিপকার্ট প্রোটেক্ট প্রমিজ চার্জ ইয়ারফোন, মিড-রেঞ্জ ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স (এসি, রেফ্রিজারেটর, স্মার্ট টিভি ইত্যাদি), স্মার্টওয়াচ এবং অন্যান্য নির্বাচিত প্রোডাক্টের জন্য প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ চলে এল Samsung Galaxy S25 সিরিজের এন্টারপ্রাইস এডিশন, পাবেন দুর্দান্ত সিকিউরিটি

ফ্লিপকার্ট বড় সাইজের হোম অ্যাপ্লায়েন্স এবং প্রিমিয়াম প্রোডাক্টের জন্য ৪৯ টাকা, সাউন্ডবার এবং অন্যান্য প্রোডাক্টের জন্য ২৯ টাকা, ট্যাবলেট, প্রিন্টার ইত্যাদির মতো প্রোডাক্টের জন্য ১৯ টাকা এবং অডিও প্রোডাক্ট, স্মার্টওয়াচ এবং অন্যান্য বাজেট প্রোডাক্টের জন্য ৯ টাকা চার্জ করবে।

উল্লেখ্য, ফ্লিপকার্ট ট্যাবলেট, সাউন্ডবার এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য ফ্লিপকার্ট প্রোটেক্ট প্রমিজ চার্জ ছাড়াও ৪৯ টাকা হ্যান্ডলিং ফি আরোপ করছে। এদিকে স্মার্টফোনের ক্ষেত্রে ফ্লিপকার্ট অফার হ্যান্ডলিং ফি হিসেবে ৪৯ টাকা এবং প্যাকেজিং ফি হিসেবে ৫৯ টাকা নিচ্ছে।