Apple আজ ১৯ ফেব্রুয়ারি একটি ইভেন্টে iPhone SE 4 বা iPhone 16e লঞ্চ করতে চলেছে। বাজার শেয়ার বাড়াতে এই স্মার্টফোনটির দাম অন্যান্য আইফোন মডেলের তুলনায় কম রাখা হবে বলে শোনা যাচ্ছে। গত বছর থেকে পরবর্তী প্রজন্মের এই এসই মডেল সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। অবশেষে অ্যাপল সম্প্রতি একটি ইভেন্ট আয়োজন করতে চলেছে বলে জানা গেছে। ভারতীয় সময় অনুযায়ী রাতে শুরু হতে চলা এই ইভেন্টে নতুন আইফোন মডেলের উপর থেকে পর্দা সরানো হবে।
বিভিন্ন রিপোর্ট মারফত জানা গেছে, পরবর্তী প্রজন্মের ডিভাইসটি আরও ভাল ক্যামেরা ফিচারের সাথে আসবে। আর iPhone SE 4 মডেলে প্রিমিয়াম ফিনিস ডিজাইন দেখা যাবে। এছাড়া আগের এসই মডেলগুলোর টাচ আইডির পরিবর্তে ফেস আইডি ফিচার পাওয়া যাবে। শুধু তাই নয়, এতে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে।
iPhone SE 4 এর লঞ্চ ইভেন্ট কখন দেখা যাবে?
অ্যাপল ইভেন্টটি আজ ১৯ ফেব্রুয়ারি, পিটি (প্যাসিফিক টাইম) সকাল ১০ টায় শুরু হবে। ভারতীয়রা রাত ১১:৩০ মিনিটে অ্যাপল ওয়েবসাইটের পাশাপাশি সংস্থার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থেকে ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন। আইফোন এসই ৪ ছাড়াও এই ইভেন্টে নতুন আইপ্যাড ও ম্যাকবুক লঞ্চ করা হতে পারে।
iPhone SE 4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
আইফোন এসই ৪ মডেলে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে ডিজাইনে, যেখানে পাতলা বেজেল ও ফেইস আইডি সাপোর্ট থাকবে। এই ডিভাইসে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে পাওয়া যাবে এবং এর ক্যামেরায়ও উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে। আইফোন এসই ৪ এর ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
নতুন ডিভাইসে ভালো পারফরম্যান্সের জন্য এ১৮ প্রসেসর ব্যবহার করা হবে। এই একই প্রসেসর লেটেস্ট iPhone 16 সিরিজেও দেওয়া হয়েছে।
iPhone SE 4 এর দাম
আশা করা হচ্ছে আইফোন এসই ৪ মার্কিন বাজারে ৫০০ ডলারের কাছাকাছি মূল্যে লঞ্চ হতে পারে। ফলে ভারতীয় বাজারে এর দাম রাখা হতে পারে ৫০ হাজার টাকার আশপাশে।