Vivo Y21d কম দামে বাজার কাঁপাতে আসছে, পেল SIRIM, EEC সহ CQC থেকে ছাড়পত্র

২০২২ সালে Vivo আন্তর্জাতিক বাজারে Y21-সিরিজের একাধিক স্মার্টফোন লঞ্চ করেছিল। যারমধ্যে ছিল Y21, Y21s, Y21t, Y21a, Y21e, ও Y21g মডেলগুলি। এবার এই সিরিজে আরও একটি ডিভাইস অন্তর্ভুক্ত হতে চলেছে। এর নাম রাখা হবে Vivo Y21d। সম্প্রতি ডিভাইসটি বিভিন্ন দেশের সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে আছে মালয়েশিয়ার SIRIM, ইউরোপের EEC এবং চীনের CQC সার্টিফিকেশন সাইট। ফলে ডিভাইসটির লঞ্চ আসন্ন।
Vivo Y21d লঞ্চের আগে পেল গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন
মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, Vivo Y21d এর মডেল নম্বর V2520। এই একই মডেল নম্বর সহ ফোনটি ইউরোপের EEC এবং চীনের CQC সার্টিফিকেশন সাইটেও অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এসব সাইট থেকে হ্যান্ডসেটটির কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে যেহেতু Y সিরিজের স্মার্টফোনগুলি বাজেট রেঞ্জে আসে, তাই এতে সাধারণ ফিচার থাকবে বলেই মনে হয়।
Vivo-র তিনটি ফোন ভারতে লঞ্চ হচ্ছে
এই মডেলটির পাশাপাশি ভিভো আরও তিনটি ফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে। আজ ৩১ জুলাই বাজারে আসছে Vivo T4R, এরপর ৪ আগস্ট লঞ্চ হবে Vivo Y400 4G। উভয় ডিভাইস মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে।
এদের পরেই এন্ট্রি নেবে Vivo V60। ইতিমধ্যেই কোম্পানির তরফে এর অফিশিয়াল টিজার রিলিজ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এতে কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে ও ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য থাকবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর, ১২ জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। ডিভাইসটি ধূসর, সোনালি ও নীল রঙে পাওয়া যাবে। এই ফোনে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সাথে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।