মোবাইল

আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে সস্তা iPhone SE 4, কী কী ফিচার থাকবে দেখে নিন

Published on:

Iphone se 4 may launch next week with a18 chip and apple Intelligence feature

অ্যাপলের পরবর্তী ফোন iPhone SE 4, চলতি মাসেই লঞ্চ পেতে পারে। টেক মহলে জল্পনা, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার-সহ এটি কোম্পানির সবথেকে সস্তা স্মার্টফো হতে পারে। এখনও নির্দিষ্ট লঞ্চের সময়সূচী অস্পষ্ট, তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone SE আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে।

ব্লুমবার্গ জানিয়েছে যে, চতুর্থ প্রজন্মের আইফোন এসই মডেলে আইফোন ১৬ সিরিজের বেশ কিছু ফিচার থাকতে পারে। এর আগে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, ফোনটি iPhone 16E নামে লঞ্চ হতে পারে। সূত্রের খবর, ফেব্রুয়ারির শেষের দিকে বিক্রি শুরু হতে পারে ফোনটির। তবে, অ্যাপল কোনও আলাদা ইভেন্টের পরিবর্তে একটি সাধারণ লঞ্চের মাধ্যমে পরবর্তী আইফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Community Join Now

আইফোন এসই ৪, অ্যাপলকে তার “এন্ট্রি-লেভেল” স্মার্টফোনের বিক্রি বাড়াতে সাহায্য করতে পারে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম চালু হয়েছিল এই সিরিজ। ২০২২ সালে লঞ্চ হওয়া আইফোন এসই ৩-এ পুরানো আইফোনের ডিজাইন রয়েছে, যেমন ফেস আইডির পরিবর্তে হোম বাটন এবং মোটা বেজেল। তবে আসন্ন মডেলে ফেস আইডির সাথে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ আগামী বছরেই আসছে Apple এর ফোল্ডেবল iPhone, ১২ ইঞ্চি ডিসপ্লে সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা

গত বছর আইফোন ১৬ সিরিজের সাথে লঞ্চ হয়েছিল কোম্পানির নিজস্ব এআই প্ল্যাটফর্ম অ্যাপল ইন্টেলিজেন্স। রিপোর্ট অনুযায়ী, আইফোন এসই ৪ মডেলে লেটেস্ট A18 চিপ এবং ৮ জিবি র‍্যাম থাকবে বলে জানা গিয়েছে, যা আইফোন ১৬-এর সমতুল্য পারফরম্যান্স প্রদান করবে। এতে লাইটনিং পোর্টের পরিবর্তে আধুনিক USB-C পোর্টও দেওয়া হতে পারে। আরও জানা গিয়েছে, অ্যাপল তাদের বর্তমান মডেম সরবরাহকারী কোয়ালকমের উপর নির্ভরতা কমাতে নিজস্ব ৫জি মডেম তৈরির কাজ করছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন