মোবাইল

11 হাজার টাকা দাম কমে গেল iQOO-র এই দুর্দান্ত স্মার্টফোনের, অফার মিস করলে লস

Published on:

iqoo-12-amazon-discount-offer-amazon-india

iQOO 12 বর্তমানে বিশাল ডিসকাউন্টে আমাজন থেকে কেনা যাচ্ছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ২০২৩ সালের ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এতে Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট রয়েছে। ফোনটি ১১,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে। দাম কমার পাশাপাশি এই ছাড়ের মধ্যে রয়েছে কুপন ও ব্যাঙ্ক অফার। গত বছর ডিসেম্বরে iQOO 13 ভারতে এসেছে। পুরনো ফ্ল্যাগশিপের স্টক খালি করতেই এমন অফার বলে মনে করা হচ্ছে।

iQOO 12 আমাজনে বিরাট ছাড়ে কেনা যাচ্ছে

WhatsApp Community Join Now

আইকিউ ১২ ভারতের বাজারে ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। তখন দাম ছিল যথাক্রমে ৫২,৯৯৯ টাকা ও ৫৭,৯৯৯ টাকা। আর এখন মেমরি অপশন দুটি আমাজনে যথাক্রমে ৪৫,৯৯৯ টাকা এবং ৫০,৯৯৯ টাকায় লিস্টেড আছে। উপরন্তু, আমাজন ২,০০০ টাকা ডিসকাউন্ট ভাউচার অফার করছে। ফলে দাম শুরু হচ্ছে ৪৩,৯৯৯ টাকা থেকে৷ এখানেই কিন্তু শেষ নয়।

আমাজন আইসিআইসিআই (ICICI) ও এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য ফ্ল্যাট ২,০০০ টাকা তাৎক্ষণিক ব্যাঙ্ক ছাড় দিচ্ছে। এই সব মিলিয়ে আইকিউ ১২ মডেলটির দাম কমে ৪১,৯৯৯ টাকা এবং ৪৬,৯৯৯ টাকায় নেমে এসেছে, যা ফোনটির সর্বনিম্ন কার্যকর মূল্যে পরিণত করেছে।

iQOO 12 Discount

আবার আপনার কাছে আমাজন পে আইসিআইসিআই কো- ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এবং প্রাইম সাবস্ক্রিপশন নেওয়া থাকলে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে, যা আমাজন পে ব্যালেন্সে জমা হবে।

আরও পড়ুনঃ iPhone 15: ২০২৪ সালে সবথেকে বেশি বিক্রি হল কোন স্মার্টফোন? নাম শুনলে চমকে যাবেন

iQOO 12 স্পেসিফিকেশন

এই আইকিউ ফোনে ৬.৭৮ ইঞ্চি ১৭৭ হার্টজ, ১৪০০ নিট, এইচডিআর১০+ সাপোর্টের সঙ্গে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, অ্যাড্রিনো ৭৫০ জিপিইউ, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল + ৬৪ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, ১২০ ওয়াট ফাস্ট চার্জ, ও আইপি৬৪ ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন