ফ্ল্যাগশিপ স্মার্টফোন সস্তায় কেনার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। কেন এমন কথা বলছি? ভাবতে পারেন, যে ফোন ৫২,৯৯৯ টাকায় বাজারে এসেছিল, এখন সেটারই দাম কমে ৪১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে কিন্তু ব্যাঙ্কের অফার বা ক্রেডিট কার্ডের ডিসকাউন্টের কোনও গল্প নেই। আমরা কথা বলছি ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ-এর iQOO মডেলটির। এটি আমাজনে ১১,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে কেনা যাচ্ছে। বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ ফিচার্সের অলরাউন্ডার ফোন কিনতে চাইলে এটি সেরা অপশন হতে পারে।
iQOO 12 আমাজনে বিশাল কম দামে পাওয়া যাচ্ছে
আইকিউ ১২ ভারতের বাজারে ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। সেই সময় দাম যথাক্রমে ৫২,৯৯৯ টাকা এবং ৫৭,৯৯৯ টাকা রাখা হয়েছিল। আর এখন স্টোরেজ কনফিগারেশন দুটি আমাজনে যথাক্রমে ৪১,৯৯৯ টাকা এবং ৪৬,৯৯৯ টাকায় লিস্টেড আছে। অর্থাৎ ১১,০০০ টাকা সস্তায় কিনতে পারবেন এই ফোন। আবার আপনার কাছে আমাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১,২৬০ টাকা ক্যাশব্যাক পাবেন, যা আমাজন পে ব্যালেন্সে জমা হবে।
iQOO 12 স্পেসিফিকেশন
আইকিউ ১২ স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির ১৪৪ হার্টজ, ১৪০০ নিট, এইচডিআর১০+ সাপোর্ট সহ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, অ্যাড্রিনো ৭৫০ জিপিইউ, ৫০ মেগাপিক্সেল + ৬৪ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি, ১২০ ওয়াট ফাস্ট চার্জ, ও আইপি৬৪ ওয়াটার রেজিট্যান্স রয়েছে।
জানিয়ে রাখি, iQOO Z10 5G ভারতে ১১ এপ্রিল লঞ্চ হচ্ছে। এতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ভারতের কোনও স্মার্টফোনের সবচেয়ে বড় ব্যাটারি বলে দাবি করছে আইকিউ। পূর্বসূরি iQOO Z9 এর ৫০০০ এমএএইচ ব্যাটারির তুলনায় বিশাল আপগ্রেড হতে চলেছে এটি। কোম্পানি টিজারের মাধ্যমে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট নিশ্চিত করেছে।