মোবাইল

Samsung-এর দুর্ধর্ষ ডিসপ্লে দিয়ে বাজারে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে iQOO

Published on:

iqoo 14 pro leak suggests samsung oled panel iqoo 14 series details

iQOO চীনে ২০২৩ সালের নভেম্বরে iQOO 12 সিরিজ লঞ্চ করেছিল। কিন্তু, কোম্পানি যখন গত বছর অক্টোবরে iQOO 13 রিলিজ করেছিল, তখন বেস মডেলের সঙ্গে কোনও Pro ভেরিয়েন্ট প্রকাশ হয়নি। ফলে জল্পনা চলছিল যে, সংস্থা চিরতরে ফ্ল্যাগশিপ সিরিজে দ্বিতীয় মডেলের অর্ন্তভুক্তি বন্ধ করে দিয়েছে। কিন্তু এখন আশার আলো দেখিয়ে এক রিপোর্টে বলা হয়েছে যে, আসন্ন iQOO 14 সিরিজে একটি Pro মডেল যুক্ত হতে চলেছে।

এক জনপ্রিয় চীনা টিপস্টারের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, স্যামসাং কোম্পানির ওলেড প্যানেল দিয়ে ভিভো এবং আইকো আরও নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। iQOO 14 এবং 14 Pro-তে Samsung OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। অন্য একটি সূত্র অনুসারে, উভয় ডিভাইসেই ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন দেখা যাবে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, এই বছর স্মার্টফোন নির্মাতাদের বিভিন্ন আকারের ওলেড প্যানেল সরবরাহ করবে স্যামসাং। যার মধ্যে রয়েছে ১.৫কে রেজোলিউশন এলটিপিও ফ্ল্যাট ডিসপ্লে, ১.৫কে এবং ২কে রেজোলিউশন সহ এলটিপিও মাইক্রো-কোয়াড-কার্ভড ডিসপ্লে ও ২কে এলটিপিও মাইক্রো কোয়াড কার্ভড প্যানেল।

বর্তমানে উপলব্ধ iQOO 12 ও 13 সিরিজে চীনা কোম্পানিদের তৈরি ওলেড প্যানেল রয়েছে। ফলে iQOO 14 সিরিজে স্যামসাং ওলেড প্যানেলের অন্তর্ভুক্তি বড় আপগ্রেড হিসাবে দেখা হচ্ছে। iQOO 14 মডেলে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অনুপস্থিত থাকলেও, iQOO 14 Pro এই ক্যামেরা সহযোগে লঞ্চ হবে। এটাই হবে দুই ফোনের প্রধান পার্থক্য।

এছাড়া, কোয়ালকম আগামী অক্টোবরে Snapdragon 8 Elite 2 প্রসেসর উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। iQOO 14 এবং 14 Pro এই চিপ দিয়ে সজ্জিত হতে পারে। তবে মনে রাখবেন, এই সমস্ত কিছুই প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে বলা। পরবর্তীতে কোম্পানি সিদ্ধান্ত বদল করতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন