iQOO 15 ফোনটিকে ঘিরে বেশ কয়েকমাস ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। ইতিমধ্যেই ডিভাইসটির সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে। এমনকি এর লঞ্চের তারিখও কয়েকদিন আগে একটি রিপোর্ট থেকে সামনে এসেছে। তবে আইকো আজ আনুষ্ঠানিকভাবে ফোনটির ইন্ডিয়া লঞ্চের সময় প্রকাশ করেছে। প্রসঙ্গত, iQOO 15 ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসেবে আগামী ২০ অক্টোবর চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। কবে ভারতে আসছে ডিভাইসটি, আসুন জেনে নেওয়া যাক।
আইকো ইন্ডিয়া তাদের সাম্প্রতিক এক্স পোস্টে জানিয়েছে যে, আগামী নভেম্বরে ভারতে iQOO 15 লঞ্চ হবে। যদিও কোম্পানিটি এখনও সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে এই ঘোষণাটি নিশ্চিত করে যে চীনের বাইরে ভারত হতে পারে প্রথম গ্লোবাল মার্কেট যেখানে স্মার্টফোনটি লঞ্চ হবে।
আশা করা হচ্ছে যে, iQOO 15 তার পূর্বসূরির মতো একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন হবে। এটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেটের সাথে আসবে। পাশাপাশি এতে আপগ্রেড করা Q3 গেমিং চিপ থাকবে, যা গ্রাফিক্স পারফরম্যান্স উন্নত করার জন্য এবং ২কে রেজোলিউশনে ১৪৪ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে গেমপ্লে সাপোর্ট করার জন্য ডিজাইন করা হয়েছে।
তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, iQOO 15 মডেলে নতুন ৮কে ভ্যাপার চেম্বার (VC) ডোম কুলিং সিস্টেম পাওয়া যাবে। আইকো দাবি করেছে যে এই নতুন সেটআপে উচ্চ-পরিবাহী গ্রাফাইটের দ্বিগুণ পুরু স্তর ব্যবহার করা হয়েছে, যা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ৪৭ শতাংশ উন্নত কুলিং এফিশিয়েন্সি প্রদান করতে সক্ষম।
iQOO 15 হ্যান্ডসেটের ডিসপ্লের স্পেসিফিকেশনগুলিও ক্রেতাদের নজর কাড়তে পারে। ফোনে ৬.৮৫ ইঞ্চির ২কে ৮টি এলটিপিও স্যামসাং “এভারেস্ট” (Everest) প্যানেল দেওয়া হবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পর্যন্ত পিক লোকাল ব্রাইটনেস অফার করতে পারে।
এছাড়াও, iQOO 15 ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ওয়্যারলেস চার্জিং, ৭,০০০ এমএএইচ-এরও বেশি ক্ষমতার ব্যাটারি এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৯ (IP69) রেটিং। আরও নিরাপদ বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য এতে ৩ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.