iQOO 15 চলতি মাসেই স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর সহ লঞ্চ হচ্ছে, থাকবে 7000mAh ব্যাটারি

বহু প্রতীক্ষার পর আইকো আজ চীনে iQOO 15 স্মার্টফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। iQOO 13 এর উত্তরসূরি হিসেবে হ্যান্ডসেটটি আসতে চলেছে। পাশাপাশি ক্রেতাদের আকর্ষিত করতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি এই ডিভাইসের কালার অপশন এবং ডিজাইনও প্রকাশ করেছে। এটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে বলে টিজারে প্রকাশ করা হয়েছে, যার মধ্যে একটিতে ডুয়েল-প্যাটার্ন ডিজাইন রয়েছে। এছাড়া ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে iQOO 15 হতে চলেছে কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দ্বারা চালিত কোম্পানির প্রথম হ্যান্ডসেট।

iQOO 15 ফোনের লঞ্চের তারিখ ঘোষিত হল

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো তে কোম্পানির লেটেস্ট পোস্ট অনুসারে, iQOO 15 চীনে আগামী ২০ অক্টোবর সন্ধ্যা ৭ টায় (ভারতীয় সময় বিকেল ৪:৩০ টে) লঞ্চ করা হবে। হ্যান্ডসেটটি চারটি শেডে পাওয়া যাবে – ব্ল্যাক, গ্রিন, ডুয়েল-প্যাটার্ন হোয়াইট এবং অরেঞ্জ এবং প্লেন হোয়াইট। সাদা এবং কমলা রঙের ডুয়েল টোনের মডেলটিকে মেঘের মতো ডিজাইনের সাথে টিজ করা হয়েছে।

তবে, iQOO 15 দেখতে তার পূর্বসূরির মতোই বলে মনে হচ্ছে। টিজারগুলিতে রিয়ার প্যানেলের ওপরের-বাম কোণে অবস্থিত গোলাকার কোণ সহ বর্গাকার ক্যামেরা আইল্যান্ড দেখানো হয়েছে। iQOO 15 একটি ধাতব ফ্রেম সহ আসবে এবং এর নীচে “মনস্টার ইনসাইড” এবং আইকু ব্র্যান্ডিং রয়েছে। iQOO 13 এর মতো, আসন্ন ফোনটির পাওয়ার এবং ভলিউম বাটনগুলি ডানদিকে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে, আর বাঁদিকটি খালি রাখা হতে পারে।

প্রসেসর

আগের একটি রিপোর্ট অনুসারে, iQOO 15 নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ চিপসেট দ্বারা চালিত হবে। এতে ২+৬ কোর কনফিগারেশন আসছে, যার সর্বোচ্চ ক্লক স্পিড হবে ৪.৬ গিগাহার্টজ। প্রসেসরের সাথে কোম্পানির নিজস্ব Q3 গেমিং চিপও যুক্ত থাকবে। আইকো তাদের আসন্ন হ্যান্ডসেটটিকে তাদের ফ্ল্যাগশিপ লাইনআপের প্রথম হ্যান্ডসেট হিসেবে টিজ করেছে, যা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট অফার করবে। এটি ৭,০০০ এমএএইচ-এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে বলে নিশ্চিত করা হয়েছে।

iQOO 15 ফোনে আইপি৬৮ (IP68) + আইপি৬৯ (IP69) রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকবে। আইপি৬৮ ডিভাইসটিকে ধুলো-প্রতিরোধী করে তোলে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে জলে দীর্ঘক্ষণ ডুবে থাকা অবস্থায় রক্ষা করে। অন্যদিকে, আইপি৬৯ এটিকে উচ্চ-তাপমাত্রা এবং উচ্চ-চাপের জলের ধারা থেকে সুরক্ষিত করে তোলে। এছাড়াও, আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটিতে একটি নতুন প্রজন্মের ৩ডি (3D) আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, যা দ্রুত এবং আরও নিরাপদ আনলক অপশন প্রদান করবে এবং ভেজা আঙুল দিয়েও ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে শনাক্তকরণ করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।