Categories: মোবাইল

IQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ হল

iQOO চীনের বাজারে তাদের নতুন পারফরম্যান্স-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, iQOO 15 লঞ্চ করেছে। এটি এবছরের সবচেয়ে শক্তিশালী এবং অন্যতম সাশ্রয়ী মূল্যের গেমিং ফ্ল্যাগশিপ ফোন। এই ডিভাইসে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, Samsung দ্বারা নির্মিত ২কে ডিসপ্লে এবং গেমার ও পাওয়ার ইউজারদের জন্য বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন iQOO 15 হ্যান্ডসেটের দাম, স্পেসিফিকেশন সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

iQOO 15 এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

iQOO 15 এর প্রতিটি কালার অপশনে স্মুথ এজি মাইক্রো-ম্যাট ফিনিশ এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট আবরণ রয়েছে। আরামদায়ক গ্রিপের জন্য এর মাঝের ফ্রেমটির এজ সামান্য কার্ভড। অন্যদিকে আপডেটেড হ্যালো লাইট স্ট্রিপ এতে আকর্ষনীয় লুক এনে দিয়েছে।

এই ফ্ল্যাগশিপ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮৫ ইঞ্চির ২কে এভারেস্ট ডিসপ্লে। কোম্পানির দাবি স্যামসাংয়ের সাথে দুই বছরেরও বেশি সময় ধরে তৈরি করা এই ডিসপ্লেতে এম১৪ লুমিনাস মেটেরিয়াল এবং বিশ্বের প্রথম ২কে লিড ওলেড (2K LEAD OLED) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি ৬,০০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, ২,৬০০ নিট ফুল-স্ক্রিন এবং ১,০০০ নিট ম্যানুয়াল ডিসপ্লে অফার করে, যা এটিকে যেকোনো ফোনের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেগুলির মধ্যে অন্যতম করে তুলছে। ডিসপ্লেটি ৩,২০০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পল সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, iQOO 15 হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি। এই চিপসেটের সাথে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.১ স্টোরেজের সাথে যুক্ত আছে। আনটুটু (AnTuTu)-এর জিপিইউ পরীক্ষায় এটি ৪,৩৮,০০০ এরও বেশি পয়েন্ট স্কোর করেছে বলে জানা গেছে। এই আইকো ফোনে ডেডিকেটেড কিউ৩ গেমিং চিপও বিদ্যমান, যা ফ্রেম রেট ইন্টারপোলেশন এবং গেম রেজোলিউশন আপস্কেলিং এনাবল করে।

iQOO 15 স্মার্টফোনের হিট ম্যানেজমেন্ট সিস্টেম সমানভাবে শক্তিশালী। এর ২০০ মিলিয়ন ন্যানো-গ্রাফিন কণা, ডুয়েল গ্রাফাইট স্তর এবং একটি ৮,০০০ বর্গ মিলিমিটারের ভিসি হিট সিঙ্ক দিয়ে ভরা একটি বৃহৎ ভেপার চেম্বার এটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে। কোম্পানির পরীক্ষায়, জেনশিন ইমপ্যাক্ট ব্যবহারের এক ঘন্টা পর ফোনটির তাপমাত্রা মাত্র ৩৯.৩° সেলসিয়াসে পৌঁছেছে।

ফটোগ্রাফির জন্য, iQOO 15 ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর (১/১.৫৬″), ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং M-আকৃতির প্রিজম ডিজাইন সহ ৫০ মেগাপিক্সেল ৩x Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো (১/১.৯৫″) লেন্স। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

এই স্মার্টফোনে ৭,০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে PPS/PD প্রোটোকলও সাপোর্ট করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, iQOO 15 ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ (OriginOS 6) অপারেটিং সিস্টেমে চলে। এই অপারেটিং সিস্টেম আগামী মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।

iQOO 15 ফোনের মূল্য এবং লভ্যতা

চীনে iQOO 15 ফোনটি পাঁচটি র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এগুলির দাম হল –

১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৫১,৮২১ টাকা)

১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি র‌্যাম – ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৫১৫ টাকা)

১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৮,০০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ৫১২জিবি স্টোরেজ – ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬১,৭০০ টাকা)

১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ – ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৭,৮৫০ টাকা)

iQOO 15 ইতিমধ্যেই চীনে বিক্রির জন্য উপলব্ধ এবং এটি আগামী মাসে ভারতে সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

10 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

10 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

11 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

23 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

23 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.