iQOO 15 eSports টেকনোলজি মিটিং একদিন পরেই, iQOO Pad 5e ট্যাবলেট, Watch GT 2 স্মার্টওয়াচ ও iQOO TWS 5 আসছে

ভিভোর সাব ব্র্যান্ড আইকো আজ iQOO 15 eSports পারফরম্যান্স টেকনোলজি কমিউনিকেশন মিটিংয়ের ঘোষণা করেছে। আগামী সপ্তাহে চীনে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি আজ থেকে iQOO 15 ফ্ল্যাগশিপ মডেলের প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। আপাতত চীনের স্মার্টফোন প্রেমীরা আসন্ন ডিভাইসটি বুক করতে পারবেন। এবছর iQOO 15 এর সাথে ব্র্যান্ডটি আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করবে বলে জানিয়েছে।
iQOO 15 এর উপর থেকে পর্দা সরানো হবে ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে
কোনো অর্থ জমা না রেখেই আইকোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপকামিং iQOO 15 হ্যান্ডসেটটি এখন প্রি-বুক করা যাচ্ছে। এছাড়া কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, iQOO 15 eSports পারফরম্যান্স টেকনোলজি কমিউনিকেশন মিটিং অনুষ্ঠিত হবে। এই ইভেন্ট স্থানীয় সময় দুপুর ২:৩০ টায় শুরু হবে এবং এই ইভেন্টেই iQOO 15 ফ্ল্যাগশিপ ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে।
iQOO 15 এর ফিচার ও স্পেসিফিকেশন (ফাঁস)
আইকো ১৫ মডেলটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলবে। আর পূর্বসূরীর মতো এই স্মার্টফোনের পিছনেও RGB লাইটিং সেটআপ থাকবে। এটি ব্ল্যাক কালার অপশনে আসবে বলে জানা গেছে।
এছাড়া গিকবেঞ্চ থেকে সামনে এসেছে যে iQOO 15 হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া এতে ১২ জিবি র্যাম, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ট্যাবলেট, স্মার্টওয়াচ ও ইয়ারবাড
iQOO 15 ছাড়াও এবছর ব্র্যান্ডটি iQOO Pad 5e ট্যাবলেট, iQOO Watch GT 2 স্মার্টওয়াচ এবং iQOO TWS 5 ইয়ারবাড নিয়ে আসছে বলে অফিসিয়াল ওয়েবসাইটে দাবি করা হয়েছে। যদিও এদের সম্পর্কে বিস্তারিত এখনও কিছু প্রকাশ্যে আসেনি।