আইকো শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস iQOO Neo 10। যদিও এখনো পর্যন্ত ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে এর লঞ্চ পেজ ইতিমধ্যেই Amazon India-তে লাইভ হয়েছে। স্মার্টফোনটি এক্সক্লুসিভলি অ্যামাজন থেকে পাওয়া যাবে। আজ জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব এই ফোনের সম্ভাব্য ফিচার ও দাম সামনে এনেছেন।
অভিষেক যাদব আজ দাবি করেছেন যে, আইকো নিও ১০ ফোনটির দাম ৩৫,০০০ টাকার কম রাখা হতে পারে। এই মূল্য ধার্য হতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
আইকো নিও ১০ শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং ফিচার সহ আসবে। এতে থাকতে পারে ৭০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে TCL C9+ OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে ২০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে প্রটেকশনের জন্য ব্যবহার করা হবে Schott Diamond Shield গ্লাস।
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। প্রাইমারি ক্যামেরাটি হতে পারে ৫০ মেগাপিক্সেল Sony LYT600 সেন্সর, সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য থাকছে অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
iQOO Neo 10 এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ব্লুটুথ ৬.০, ওয়াই-ফাই ৭/৬/৫, এএফসি এবং ইউএসবি ২.০ টাইপ-সি পোর্ট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.