শুরু হল iQOO Neo 11 স্মার্টফোনের প্রি-বুকিং, ফিচার জানলে চমকে যাবেন

আইকো শীঘ্রই চীনে তাদের iQOO Neo 11 স্মার্টফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। যদিও ভিভোর সাব-ব্র্যান্ডটি এখনও তাদের পরবর্তী হ্যান্ডসেটের লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে হোম মার্কেটে iQOO Neo 11 এর প্রি-রিজার্ভেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে যে, এই আসন্ন ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২কে রেজোলিউশনের ডিসপ্লের সাথে আসবে। আর iQOO Neo 11 মডেলটি ব্লু কালার অপশনে পাওয়া যাবে।
iQOO Neo 11 এর ডিজাইন
আজ আইকো একটি ওয়েইবো পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে চীনে iQOO Neo 11 শীঘ্রই লঞ্চ হবে। যদিও লঞ্চের তারিখটি প্রকাশ করা হয়নি, তবে ব্র্যান্ডের শেয়ার করা টিজার ইমেজে আপকামিং ডিভাইসটি কে ব্লু কালার অপশনে দেখা গেছে। ছবিটি দেখে মনে হচ্ছে এর ক্যামেরা মডিউলটি পূর্বসূরির তুলনায় কিছুটা প্রসারিত হবে এবং পাওয়ার বাটন ও ভলিউম বাটন ডানদিকে অবস্থান করবে।
iQOO Neo 11 এর প্রি- রিজার্ভেশন শুরু হয়েছে
ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি জেডি (JD.com), টিমল (Tmall) সহ চীনের অন্যান্য ই-কমার্স ওয়েবসাইট থেকে Neo 11 ফোনের প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। হ্যান্ডসেটটি এখন প্রি-বুকিং করলে গ্রাহকরা ২,৯৭৬ ইউয়ান (প্রায় ৩৬,০০০ টাকা) মূল্যের সুবিধা পাবেন বলে নিশ্চিত করা হয়েছে।
iQOO Neo 11 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
iQOO Neo 11 হ্যান্ডসেটে ২কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ওএলইডি ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। ডিভাইটিতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকতে পারে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটে চলবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য, iQOO Neo 11 এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। প্রধান সেন্সরের সাথে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ডেপ্থ সেন্সর যুক্ত থাকতে পারে। আশা করা যায় iQOO Neo 11 ফোনটি তার পূর্বসূরি iQOO Neo 10 এর তুলনায় আপগ্রেড অফার করবে। জানিয়ে রাখি, Neo 10 এবছর মে মাসে ভারতে ৩১,৯৯৯ টাকা দামে লঞ্চ হয়েছিল।
উল্লেখ্য, আইকো আগামী ২০ অক্টোবর একটি বড় লঞ্চ ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা iQOO 15 এর সাথে iQOO Pad 5e, iQOO Watch GT 2 এবং iQOO TWS 5-এর মতো একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। iQOO Neo 11 এই একই ইভেন্টে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।