মুড়ি মুড়কির মতো বিক্রি হওয়া iQOO ফোন ফের ডিসকাউন্টে কেনার সুযোগ, রয়েছে 7300mAh ব্যাটারি

গত ১৬ এপ্রিল ছিল iQOO Z10 5G ফোনের প্রথম সেল। এই সেল শুরু হওয়ার পরপরই ডিভাইসটি আউট অফ স্টক হয়ে যায়। তবে যারা স্মার্টফোনটি কিনতে পারেননি, তারা হতাশ হবেন না। কারণ আজ ২৩ এপ্রিল এটি আবার সেলে বিক্রির জন্য উপলব্ধ চলেছে। এটি ভারতের প্রথম ফোন, যেখানে ৭৩০০ এমএএইচ ব্যাটারি আছে। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
iQOO Z10 5G এর দাম ও অফার
আইকো জেড১০ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৩,৯৯৯ টাকা। এছাড়া ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৫,৯৯৯ টাকা।
সেলে আইকো জেড১০ ৫জি ফোন কেনার সময় SBI এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারী পাবেন ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এর সাথে ৭ মাসের নো-কস্ট ইএমআই অপশনও দেওয়া হচ্ছে।
iQOO Z10 5G এর প্রধান পাঁচ ফিচার
শক্তিশালী ব্যাটারি: আইকো জেড১০ ৫জি ফোনে ৭৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
মিল-এসটিডি-810H সার্টিফিকেশন: ফোনটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। এটি IP65 রেটিং প্রাপ্ত, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধ করবে।
পারফরম্যান্স: iQOO Z10 5G স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।
ক্যামেরা: এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল OIS প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
AMOLED ডিসপ্লে: এর সামনে দেখা যাবে ৬.৭৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।