Vivo ও তাদের সাব-ব্র্যান্ড iQOO বর্তমানে একাধিক স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। iQOO আগামী মাসে Z10 লাইনআপ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, যেখানে Vivo এপ্রিলেই X200 Ultra এবং X200S লঞ্চ করবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, Y300 সিরিজের কিছু স্মার্টফোনের উপরও ভিভো কাজ করছে বলে শোনা যাচ্ছে। জল্পনা বাড়িয়ে এখন একটি সূত্র iQOO Z10 সিরিজ, Vivo Y300 GT এবং Y300 Pro+ এর স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে।
iQOO Z10 সিরিজে একাধিক মডেল লঞ্চ হবে। স্ট্যান্ডার্ড Z10 মডেল আসন্ন Snapdragon 7 Gen 4 প্রসেসরে চলবে এবং ৯০ ওয়াট তারযুক্ত চার্জিং অফার করবে। অন্যদিকে Z10x মডেলটি এলসিডি স্ক্রিন, Dimensity 7300 চিপ এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসতে পারে। Z10 Turbo ফোনটিতে পাওয়ারফুল Dimensity 8400 চিপসেট এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, iQOO Z10 Turbo Pro স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8s Elite চিপসেট দ্বারা পরিচালিত হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। উল্লেখ্য, নতুন এই লাইনআপে Z10x ছাড়া সমস্ত মডেলে OLED ডিসপ্লে প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে।
Y300 এবং Y300i লঞ্চের পর, Vivo এখন আরও দুটি মডেল – Y300 GT ও Y300 Pro+ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। Y300 GT মডেলে Dimensity 8400 প্রসেসর, ৭,৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে, Y300 Pro+ ফোনে Snapdragon 7s Gen 3 চিপসেট, ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশাা করা হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.